News

জোড়া ঘূর্ণাবর্ত! আজ তুমুল ঝড়-বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৬টি জেলা: আজকের আবহাওয়া

জেনে নিন আজকের আবহাওয়ার খবর

প্রায় দুসপ্তাহ থেকে বৃষ্টির পরিমান বৃদ্ধি পেয়েছে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া অফিসের (Alipore weather department) পূর্বাভাস, বৃষ্টির পরিমান আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামিকাল ও পরশু।

Weather

দক্ষিণের পূর্ব মেদিনীপুর , হাওড়া , কলকাতা , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিও হতে পারে। তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরে আগামী ২-৩ দিন বৃষ্টির প্রবল তাণ্ডব না চললেও হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যেই তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

Weather
Image Source Google

উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তাছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। আজ থেকেই উত্তরে কমবে বৃষ্টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button