
বাংলা টেলিভিশনের (Bengali Television) জগতে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Famous Serial) হলো ‘সন্ধাতারা’। এই ধারাবাহিক চলতি ধারাবাহিকের রহেকেই একটু অন্য ধরণের। অন্য ধারাবাহিক গুলির কথা বললে সেখানে শাশুড়ি ও বৌমার নেতিবাচক সম্পর্ক দেখানো হয়। তবে সন্ধাতারা (Sandhaytara) ধারাবাহিকে শাশুড়ি ও বৌমার একটি মিষ্টি সম্পর্ক দেখানো হয়েছে। যা দর্শকদের বেশ মনে ধরেছে।

শাশুড়ি বৌমার এমন জুটি বিরল
স্টার জলসায় সম্প্রচারিত ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো বিজয়া মাঠান (Bijaya Mathan) এবং সন্ধ্যা (Sandhay)। এই ধারাবাহিকে শাশুড়ির চরিত্র হলো বিজয় মাঠান। এটি একদমই ভিন্ন চরিত্র। অন্য সিরিয়ালগুলিতে যেভাবে শাশুড়িরা বৌমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, এই ধারাবাহিকে একদমই তার উল্টো। এমন শাশুড়ি মেলা ভার। এই ধারাবাহিকে বৌমা ও শাশুড়ির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দর্শকদের ভীষণ ভালো লাগছে।
শত্রুদের হাজার ষড়যন্ত্রেও ভাঙবে না শাশুড়ি বৌমার এই সম্পর্ক
বিজয়া মাঠান অসাধারণ ব্যক্তিত্বের পাশাপাশি গ্রামের গণ্যমান্য ব্যাক্তি। বাকি শাশুড়িদের মতো খারাপ নয়। সন্ধ্যার সঙ্গে বিজয়া মাঠান এর সম্পর্ক বন্ধুত্ব পূর্ণ। তিনি আসলে শাশুড়ি নয় সন্ধ্যার মা হয়ে উঠেছেন। এমনটাও বলছেন অনেকে। তাদের শত্রুর অভাব নেই। বাড়ির সকলেই সন্ধাকে শাশুড়ির কাছে খারাপ করার জনক লেগেই রয়েছে। তবে বৌমা শাশুড়ির এমন জুটি সহজে ভেঙে যাবার নয়।

সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসার ঝড়
এই ধারাবাহিকে দুজনে দুজনের খুব কাছের বন্ধু হয়ে উঠেছে। শাশুড়ি বৌমার এমন দৃশ্য বিরল। ফলে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে সিরিয়ালটি। সোশ্যাল মিডিয়াজুড়েও এই সিরিয়াল নিয়ে নানা প্রসংশা করা হচ্ছে। এক নেটিজেন সিরিয়ালের প্রশংসা করে লিখেছেন, “বাংলা সিরিয়ালের দর্শকরা পেলেন সোনায় বাঁধানো এক শাশুড়ি-বৌমার জুটি। অনেকদিন দর্শকের মনে থেকে যাবে এই শাশুড়ি-বৌমা জুটি। দুজনের একসাথে স্ক্রীন প্রেজেন্স একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, চাহনি, কথোপকথন সন্ধ্যাতারার মেইন ইউএসপি হয়ে উঠেছে।”