আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। পাড়ায় পাড়ায় মন্ডপ। দেবী দুর্গার আবাহন। তবে এবারের দুর্গা পুজো (Durga Puja) -র পাশাপাশি থাকছে আর একটা চমক। মানে এবার পুজোর মধ্যেই পড়ছে ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)। স্বাভাবিকভাবেই এবারের পুজোয় বাড়তি উন্মাদনা তো থাকবেই।
রথ থেকেই মোটামুটি পুজোর দিন গোনা শুরু হয়ে যায়।অনেক জায়গা সেদিন থেকেই প্রতিমার গায়ে মাটি পরে যায়। তার সঙ্গে প্যান্ডেলের খুঁটি পুজোও হয়ে যায়। তাহলে জেনে নেয় আজকের প্রতিবেদনে বাঙালিদের প্রাণের পুজো শারদীয়া দুর্গা পুজোয় এবার কবে পড়েছে, কালীপুজো ও লক্ষ্মীপুজোই বা কবে পালন করা হবে।
পুজো শারদীয়া দুর্গা পুজোয় এবার কবে পড়েছে, কালীপুজো ও লক্ষ্মীপুজোই বা কবে পালন করা হবে-
দুর্গা পুজোর(Durga Puja) দিন-
মহালয়া- ১৪ ই অক্টোবর। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে আর দেবীপক্ষের সূচনা হয়। মহাষষ্ঠী- ২০ শে অক্টোবর শুক্রবার, মহাসপ্তমী- ২১ শে অক্টোবর শনিবার, মহাঅষ্টমী- ২২ শে অক্টোবর রবিবার, মহানবমী- ২৩ শে অক্টোবর সোমবার, বিজয়া দশমী- ২৪ শে অক্টোবর মঙ্গলবার।
দুর্গাপুজোর কদিন পরেই শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মীপুজোর তোড়জোড়। এবার কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ২৮ শে অক্টোবর শনিবার। আর কালীপুজো ও দীপাবলি পালিত হবে ১২ ই নভেম্বর রবিবারে। তার দু-দিন পরে ১৪ ই নভেম্বর মঙ্গলবার ভাইফোঁটা।
তবে এই বছর মহাসপ্তমী শনিবার পড়ায় দেবীর আগমন হবে ঘোড়ায়। আবার বিজয়া দশমী মঙ্গলবার পড়ায় দেবীর গমন হবে ঘোড়াতেই। দেবীর আগমন ও গমন একই বাহনে হওয়ায় তা অত্যন্ত অশুভ ইঙ্গিতবাহী বলে আশঙ্কা করা হচ্ছে। আর দেবীর ঘোড়ায় আগমন মানে “ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে”। এর মানে রাজায়-রাজায় বা রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ সূচিত হয়।
ওডিআই বিশ্বকাপ-
এদিকে অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। ৫ ই অক্টোবর থেকে ১৯ শে নভেম্বর হবে এই ক্রিকেট ম্যাচ। আর সবচেয়ে বড়ো ব্যাপার এবার দুর্গাপুজোর মধ্যে ভারতের ম্যাচও রয়েছে। পঞ্চমীর দিন রয়েছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ। ষষ্ঠীতে আছে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ। সপ্তমীতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ।
মোটামুটিভাবে যা জানা গেছে, বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ১২টি ভেন্যু বেছে নিয়েছে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বাকি ভেন্যু হল অহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বই।
আর এবার অষ্টমীতে থাকছে সবচেয়ে বড় ধামাকা। কারণ সেদিন অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। নবমীতে থাকছে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। আর দশমীর দিন দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচ। তবে দুর্গাপূজার সময়ে কলকাতায় কোনও ম্যাচ হবে না। কারণ এই সময়ে পুলিশের অনুমতি পাওয়া যাবে না।