News

এক চার্জেই ছুটবে ১৩০ কিমি, স্মার্টফোনের চেয়েও কম দামে পাবেন দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটি

বাজারে এলো নতুন মডেলের ইলেক্ট্রিক স্কুটার, দুটি ভেড়িয়েন্টে পাওয়া যাবে গাড়িটি। অল্প টাকা খরচ করে কিনতে পারবেন গাড়িটি।

দিন দিন পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম বাড়ছে। এই কারণে বাজারে আসছে নতুন নতুন প্রযুক্তির ইলেকট্রিক বাইক ও স্কুটি (Electric Bike & Scooter)। মানুষ ইলেকট্রিক চালিত বাইক ও স্কুটির প্রতি বেশ আগ্রহী হয়ে উঠছে। মানুষ পেট্রোল ডিজেল চালিত বাইক ছেড়ে ইলেকট্রিক বাইক কিনছেন। ফলে ইলেকট্রিক স্কুটি ও বাইক বাজারে চাহিদা তৈরি করে বাজার দখল করছে। নতুন নতুন ইলেকট্রিক বাইক বাজারে আসছে।

Rugged G1
Rugged G1

ভারতেও ইলেকট্রিক বাইক ও স্কুটির চাহিদা বেশ বাড়ছে। ফলে এদেশের বেশিরভাগ গাড়ি নির্মাণকারী সংস্থা ইলেকট্রিক বাইক স্কুটার বাজারে নিয়ে আসছে। ইতিমধ্যে বহু সংস্থায় তাদের নতুন প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার ও বাইক বাজারে এনেছে। এই পথেই হাটলো ই-বাইকগো (eBikeGo)। এটি একটি স্টার্টআপ ইভি ব্র্যান্ড। এই সংস্থা বাজারে আনলো নতুন প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার, যার নাম রগড জি১ (Rugged G1)। আজকের প্রতিবেদন থেকে এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Rugged G1
Rugged G1

রগড জি১ ইলেকট্রিক স্কুটারে রয়েছে বিএলডিসি মোটর (BLDC Motor), যা ১৫০০ ওয়াট সম্পন্ন। এই স্কুটার চার্জ হতে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। কেননা এতে লাগানো হয়েছে ২.৩ কিলোওয়াট সম্পন্ন নন রিপ্লাসেবেল ব্যাটারী। এটি একবার চার্জ দিলে প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। আর ভালো মোটর থাকার কারণে, এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। এছাড়া স্কুটারটিতে কম্বি ব্রেক সিস্টেম, ডিজিটাল স্পীডমিটার ও ট্রিপ মিটার সহ চার্জিং পয়েন্টের মতো আধুনিক পরিষেবা দেওয়া হয়েছে।

Rugged G1
Rugged G1

রগড জি ১ স্কুটারের দাম শুরু হচ্ছে ৭৮৪৯৮ টাকা থেকে। এই গাড়ির সর্বোচ্চ মূল্য ১ লক্ষের বেশি। গাড়িটি দুটি ভেড়িয়েন্টে লঞ্চ করা হয়েছে, যথা রগড জি ১ এসটিডি (Rugged G1 STD) ও রগড জি ১ প্লাস (Rugged G1 Plus)। রগড জি ১ প্লাস হলো এই স্কুটারের টপ মডেল। যার দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা। আপনি চাইলে ইএমআই (EMI) এর মাধ্যমেও স্কুটারটি কিনতে পারবেন। এর জন্য আপনাকে মাত্র ৮০০০ টাকা ডাউন্ট পেমেন্ট করতে হবে। আর প্রতিমাসে ২৮০০ টাকা কিস্তি দিয়ে শোধ করতে হবে টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button