ইতিহাস সৃষ্টি আমেরিকায়! আমেরিকার টেক্সাসে একসঙ্গে গীতাপাঠ করল ১০ হাজার মানুষ! সাক্ষী থাকল গোটা বিশ্ব

এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকলো গোটা বিশ্ব।একসাথে সমবেত হয়ে ১০ হাজার মানুষ ভগবত গীতা পাঠ করছেন। তবে এই দৃশ্য ভারতের নয়। যেখানে ভারতের বহু মানুষ নিজের সংস্কৃতিকে ভুলতে বসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে নিজের দেশের সংস্কৃতিকে আগলে রেখেছে আমেরিকার মাটিতে। সম্প্রতি গুরুপূর্ণিমা উপলক্ষে, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, প্রায় দশ হাজার মানুষ একসাথে ভগবত গীতা পাঠ করলেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আলেন ইস্ট সেন্টারে একসঙ্গে দশ হাজার মানুষ সমবেত হয়ে গীতা পাঠ করেন। যেখানে ছোট থেকে বড়, সব বয়সের মানুষরা ছিলেন। এখানে আগে একসঙ্গে জমায়েত হয়ে এত বড় মাপের গীতা পাঠের অনুষ্ঠান হয়নি। এই সুন্দর আয়োজনের নেপথ্যে রয়েছে যোগ সঙ্গীত ট্রাস্ট আমেরিকা এবং এমজিসি গীতা ফাউন্ডেশন।

Image 216, ইতিহাস সৃষ্টি আমেরিকায়! আমেরিকার টেক্সাসে একসঙ্গে গীতাপাঠ করল ১০ হাজার মানুষ! সাক্ষী থাকল গোটা বিশ্ব, ইতিহাস সৃষ্টি আমেরিকায়! আমেরিকার টেক্সাসে একসঙ্গে গীতাপাঠ করল ১০ হাজার মানুষ! সাক্ষী থাকল গোটা বিশ্ব

এর আগে স্বামী সচ্চিদানন্দ আমেরিকায় ভগবত গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আসলে গত কয়েক বছর ধরেই তিনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন। যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ জানতে পারছে হিন্দু আধ্যাত্মিকতা সম্পর্কে।

২০২৩ এ তাঁর নির্দেশনায় এই অনুষ্ঠান যেন একটু বিশেষ ছিল। সেখানে উপস্থিত ছিল ৪ থেকে ৮৪ বছর বয়সী ব্যক্তি। তারা শুধুমাত্র জড়ো হয়েছিলেন গীতা পাঠ করবেন বলে। এখানে থাকা বহু ব্যক্তি গত ৮ বছর ধরে গীতা মুখস্ত করেছেন।

গণপতি সচ্চিদানন্দ ভাগবত গীতা প্রচার এবং সনাতন হিন্দু ধর্মের মূল্যবোধ প্রচারের জন্য একজন বিশ্ব বিখ্যাত সাধক। তার নির্দেশেই এই অনুষ্ঠান হয়েছিল। এএনআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই গীতা সম্পর্কিত একটি ভিডিওও শেয়ার করা হয়েছে, যাতে স্পষ্ট দেখা যায় হাজার হাজার মানুষ একসঙ্গে ভগবত গীতা পাঠ করেছেন। এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন প্রায় চার লাখ মানুষ।

Leave a Comment