চুল মেয়েদের কাছে খুবই স্পেশাল। একটু ভালো করে চুল বাঁধলে অথবা ছেড়ে রাখলেও মেয়েদের মুখশ্রী আলাদাই লাগে। শুধু মেয়েরা না ছেলেরাও এখন নিজেদের চুল নিয়ে সচেতন। কিন্তু বর্তমান লাইফস্টাইলের কারণে চুল খুব পাতলা হয়ে যাচ্ছে মানুষের। যার ফলে চিন্তায় পড়েছে যুবসমাজ। আজ আমরা সহজেই ঘরে তৈরি করা যাবে এমন এক তেলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই তেল ব্যবহার করলে চুলের গোড়া হবে মজবুত আর দেখতে হবে সিল্কি।
উপকরণ :- এক কাপ নারকেল তেল, কয়েকটি জবা পাতা।
প্রণালী :- নারকেল তেলে জবা পাতা বেটে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটিকে পাঁচ থেকে ছয় দিন কড়া রোদে রেখে অনেকদিনের জন্য স্টোর করতে পারবেন।
ব্যবহারের পদ্ধতি :- এই মিশ্রণটি চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন। এছাড়াও সপ্তাহে তিনদিন অথবা শ্যাম্পু করার এক ঘন্টা আগে ভালো ভাবে চুলে লাগাতে পারেন। এই তেল ব্যবহার করার কিছুদিনের মধ্যেই চুল পড়ার পরিমাণ কমে যাবে। আর চুল হবে ঘন এবং কালো।
বিশেষ সতর্কতা :- উপরে উল্লিখিত যেকোনো উপকরণে অ্যালার্জি থাকলে এই মিশ্রণটি ব্যবহার করবেন না। এছাড়াও যেকোনো রেমিডি ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।