একটা সময়ে ‘মানিকে মাগে হিতে’ (Manike Mage Hithe) গানটি সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি চর্চিত হয়েছিল। গানটি পরিচিত ভাষায় গাওয়া হয়নি। গানটি গাওয়া শ্রীলঙ্কার সিংহলি ভাষায় গাওয়া হয়েছিল। কিন্তু গানই একমাত্র পারে এই ভাষার সীমাবদ্ধতা অতিক্রম করতে। গানের ক্ষেত্রে প্রধান হলোসুর। আর এই গানের সুরটি এমনই ছিল যা সহজেই সমস্ত শ্রোতাদের মন দখল করে নিয়েছিল। এখনও মাঝে মাঝে শোনা যায় এই গানপি। এবারে এই সিংহলি গানের গায়িকা এলেন কপিল শর্মার (The Kapil Sharma Show) শো-তে।
‘মানিকে মাগে হিতে’ (Manike Mage Hithe) গানটির শ্রষ্ঠা তথা গায়িকা শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার (Yohani De Silva)। তিনি কপিল শর্মার শো-তে এসে গিটার বাজিয়ে ভাইরাল ট্র্যাক ‛মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে শোনালেন সবাইকে। আসলে এটি ২০২১ সালে গাওয়া আসল গানের হিন্দি সংস্করণ। অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রার আগত ছবি ‛থ্যাঙ্ক গড’ র জন্য এই ট্র্যাকটি তৈরি হয়েছে। নৌটিয়াল এবং সূর্য রগুনাথনের সাথে মিলে এই ট্র্যাকটি তৈরি করেছেন গায়িকা। এই শো-এর প্রোমো শেয়ার করেছেন কপিল শর্মা স্বয়ং। নিজের ইনস্টাগ্রামে এই প্রোমোটি শেয়ার করে কপিল শর্মা লিখেছেন, ‛লেডিস এন্ড জেন্টেলম্যান ভাইরাল সেনসেশন ইয়োহানি এই বাড়িতে’। এই দিন গায়িকার পরণে ছিল গোলাপি রঙের প্যান্টস্যুট।
এই গানের শ্রষ্ঠার নাম ইউহানি ডি সিলভার। মাত্র ২৮ বছর বয়সেই তিনি ‘র্যাপ প্রিন্সেস’ নামে জনপ্রিয় হয়েছেন। ১৯৯৩ সালের ৩০ শে জুলাই ইউহানির জন্ম হয় কলম্বোতে। তাঁর বাবার নাম প্রসন্ন ডি সিলভা এবং মায়ের নাম দিণীতি ডি সিলভা। তাঁর বাবা ছিলেন পেশায় একজন আর্মি অফিসার এবং মা একজন বিমান সেবিকা। গায়িকা ইউহানি কলোম্বের বিশাখা কলেজ থেকে তাঁর পড়াশোনা শেষ করেন প্রথমে। এরপর সার জোন কোটালাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটি থেকে তার হায়ার এডুকেশন সম্পূর্ণ করেন। ২০২০ সালে তাঁর প্রথম গান ‘আয়ে’ রিলিজ হয়, যার ভিউস ছিল ১৫ লাখ। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ‘সীতা দাওনা’ রিলিজ হয়। রিলিজ করা তাঁর তৃতীয় গান হলো ‘মানিকে মাগে হিথে’। তৃতীয় গানটির মাধ্যমেই পরবর্তীতে তিনি বহু হিন্দি গান গাওয়ার সুযোগ পান। বর্তমানে তিনি ভীষণভাবে জনপ্রিয়।