বাংলার অভিনয় জগতের সফল একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তবে কার্যক্ষেত্রে সফল হলে কি হবে তাঁর জীবনে রয়েছে অনেকগুলি না পাওয়ার গল্প।পরপর তিনবার বিয়ে হবার পরেও টেকেনি একটি বিয়েও। আবার শ্রাবন্তী যোগদান করেছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে (BJP)। চলতি বছরে বিধানসভা ভোটে তিনি বেহালা পশ্চিম থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। তবে এক্ষেত্রেও ব্যর্থতা। তিনি ভোটে পরাজিত হয়েছিলেন। মাঝে বহুদিন তিনি হিট সিনেমা উপহারও দিতে পারছিলেন না দর্শকদের। বর্তমানে অবশ্য তিনি আগের মতো নিজের কাজে ফিরেছেন পুরোদমে।
বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়েই নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়। ১৯৯৭ সালে অভিনয় জগতে পা দেন তিনি। এরপর নিজ অভিনয় গুণে দখল করেছেন অনেক মানুষের মন। তবে শ্রাবন্তী অনেক ছোট বয়সেই বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। তাদের একটি সন্তান ও আছে। তবে সেই বিয়ে টেকে না। তারপরে শ্রাবন্তী আরো দুবার বিয়ে করেন। তাঁর তৃতীয় স্বামী রোশন, যার সাথেও বহুদিন ধরে থাকছেন না শ্রাবন্তী চ্যাটার্জী।
সম্প্রতি শ্রাবন্তী একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন (Personal Life) নিয়ে বলেছেন, “আমার ভাল লাগে না। ওরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছে। তবে আমি তাদের বিনোদন জোগাচ্ছি! তা ছাড়া এই সব করে অনেকে রোজগারও করেন। বিশ্বাস করুন, আমার একটুও গায়ে লাগে না। আবার এমন অনেকেই রয়েছেন যারা আমায় সমর্থনও করেন। সেটাও তো দেখা উচিত। আমি কাউকে জাজ করি না।”
একইসাথে তিনি বলেছেন, তিনি নিজের ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ কখনোই শুটিং ফ্লোর পর্যন্ত আসতে দেন না। এই প্রসঙ্গে শ্রাবন্তী বলেন যে, “এতগুলো বছরের কেরিয়ার আমায় শিখিয়েছে ধৈর্য ধরতে। আর শিখেছি কোনও ব্যক্তিগত সমস্যাকে কখনও শুটিং ফ্লোরে আনা যাবে না। তা হলেই ক্যামেরা আমার মনে কী চলছে ধরে ফেলবে। নিজের সমস্যাকে গোপন করা খুব কঠিন। আবেগকে লুকিয়ে রাখা ভীষণ কঠিন।” এইভাবেই শ্রাবন্তী চ্যাটার্জী নিজের ব্যক্তিগত সুখ-দুঃখের কথা দর্শকদের সামনে এনেছেন।