সকলেই প্রচুর প্রচুর টাকা খরচ করে মেকআপ করে থাকেন। কিন্তু যখন আমরা ঘরে থাকবো বা যখন আমরা সাধারন সাজগোজে থাকবো তখন আমাদের ফর্সা ও দাগহীন ত্বক খুব প্রয়োজন। একইসাথে দরকার নরম এবং উজ্জ্বল ত্বক (Glowing Skin) ফর্সা হতে কে না চায়! সকলেই চাই একটি সুন্দর ফর্সা ত্বক। তবে শুধু ফর্সা হলেই চলবে না, হতে হবে চকচকে ও দাগহীন। কিন্তু শীতকাল (Winter) আসলেই ত্বক হয়ে পরে রুক্ষ, শুষ্ক। সেই কারণেই ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়।
তাই আপনাদের কথা মাথায় রেখে আপনাদের জন্য রইল একটি ঘরোয়া টিপস (Tips)। এই টিপস ফলো করলে আপনারা শীতকালেই খুব কম দিনের মধ্যে হয়ে উঠবেন ফর্সা ও দাগহীন। শুধু তাই নয় পেয়ে যাবেন একটি চকচকে ত্বক। এই ক্রিমটির সাহায্যেই খুব অল্প দিনে হয়ে উঠতে পারেন ফর্সা। আর এই ক্রিমটি বাড়িতেই বানানো যাবে।তাহলে জেনে নিন কিভাবে বানাবেন–
এই ক্রিমটি বানানোর প্রাথমিক উপাদান হল অ্যালোভেরা পাতা। প্রথমে অ্যালোভেরা পাতা ভালো করে ধুয়ে নিন। এবারে পাতাগুলো টুকরো টুকরো করে কেটে এগুলিকে অল্প জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন। এবার সেই পাতাগুলো থেকে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। জেলের সাথে মিশিয়ে দিন ২ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ আমন্ড অয়েল ও ৭-৮ ড্রপ ল্যাভেন্ডার অয়েল। এবারে সবগুলো উপাদান মিশিয়ে একটা কৌটতে রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে এই অ্যালোভেরা ক্রিম। এই ক্রিমে শীতকালে ত্বককে ফাটার হাত থেকে রক্ষা করবে। একইসাথে এই ক্রিম মুখের সাথে সাথে হাতে, পায়েও ব্যবহার করা যাবে।