Urfi Javed: প্রকাশ্যে রাস্তায় বিনা মেকআপে উরফি! ক্যামেরা দেখেই লুকালেন মুখ, রইল ভিডিও

উরফি জাভেদ হলেন একজন জনপ্রিয় অভিনেত্রী। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ তিনি। এই অভিনেত্রী মাঝেমধ্যেই বিভিন্ন রকমের পোশাক পরে দর্শকদের চমকে দেন । তার ফ্যান ফলোয়ার্স সংখ্যাও প্রচুর।
তবে সম্প্রতি উরফি জাভেদ কে দেখা গেল একেবারে অন্যরকমের অবস্থায়। মুম্বাইয়ে সাংবাদিকদের কাছে একেবারে বিনা মেকআপে ধরা দিলেন তিনি। আসলে তিনি হয়তো নিজের দরকার কোথাও যাচ্ছিলেন ।এ সময় সাংবাদিকদের সামনে পড়ে যান তিনি ।ফলে প্রথমে তিনি মুখ লুকোন।তবে এভাবে কেউ কখনোই উরফি জাভেদ কে দেখেননি। তার চোখের তলায় ডাক সার্কেল স্পষ্ট। এছাড়াও একটি সাদা রংয়ের ক্রপ টপ এবং গোলাপী রঙের প্যান্ট এ দেখা গিয়েছে তাকে। খুবই সাধারণ লুকে তিনি ছিলেন।
প্রথমে মুখ লুকোলেও পরে তিনি বলেছেন যে সাংবাদিকদের হাত থেকে তিনি কখনোই রক্ষা পাবেন না। এছাড়াও তাকে সাংবাদিকরা জানিয়েছেন যে তিনি কিন্তু সাংবাদিকদের না বলেই বেরিয়ে পড়েছেন । তখন অভিনেত্রী বলেছেন যে ক্লিনিকে গেলেও কি সাংবাদিকদের বলে যেতে হবে।
তবে এর পরে উরফি জাভেদ তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তারা চা খাবেন কিনা। একজন সেলিব্রিটির এহেন ভালো ব্যবহার সকলকে অবাক করেছে। অনেকেই মনে করছেন যে উরফি জাভেদ কে বিনা মেকাপ এও যথেষ্ট সুন্দরী লাগছে। সব মিলিয়ে ভিডিওটি ভীষন ভাইরাল হয়েছে। প্রচুর লাইক কমেন্ট শেয়ার পড়েছে ভিডিওটিতে।