মাত্র ৩ বছর বয়সেই দুটি বিশ্ব রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস-এ নাম বাংলার মেয়ে অভিলাশার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

এখন ছোটো থেকে বড়ো প্রতিটি মানুষের হাতেই আছে কমপক্ষে একটি করে স্মার্টফোন (Smartphone)। আর এই স্মার্টফোনেই লুকিয়ে আছে গোটা জগৎ অর্থাৎ সোশ্যাল মিডিয়া (Social media)। বর্তমান সময়ে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই যুগটাকে সোশ্যাল মিডিয়ার যুগ বললেও ভুল কিছু হবে না।

এখন সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। যেমন- সাজ সরঞ্জামের জিনিস, পড়াশোনার সামগ্রী, নিত্যনৈমিত্তিক ব্যবহারের সব জিনিস, খাবার দাবার ইত্যাদি। সোশ্যাল মিডিয়া বলতে মূলত ইউটিউব (YouTube), টুইটার (Twitter), ইন্সটাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook) কেই বোঝানো হয়। নিত্যদিন এত পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের অলস সময় কাটান যে কোনো না কোনো ভিডিও, ছবি, খবর প্রতিদিন ভাইরাল হতেই থাকে।

বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই ছড়িয়ে পড়ে। সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে নেট দুনিয়ার কারণে। মাত্র 3 বছর 8 মাস বয়সেই ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডে (International Book of Records) নাম উঠেছে বাঁকুড়ার মেয়ে অভিলাষা আখুলির (Avilasha Akhuli)। তার বাবার নাম বিশ্বরূপ আখুলি (Biswarup Akhuli)। তিনি সেন্ট্রাল গভর্মেন্টের (Central Government) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Geological survey of India) কর্মী। তার মায়ের নাম মৌসুমী আখুলি (Mousumi Akhuli)। তিনি একজন গৃহবধূ (Housewife)। তবে মেয়ের সাফল্যের পেছনে তার অবদান সবথেকে বেশি। তিনিই অভিলাষার আসল শিক্ষাগুরু।

অভিলাষা বাঁকুড়ার বিবেকানন্দ মিশন এর ছাত্রী। মাত্র 5 মিনিট 18 সেকেন্ডে ইংরেজিতে 62 টি প্রাণীর শাবকদের নাম, তাদের তৈরি শব্দ ও বাসস্থানের নাম টানা মুখস্থ বলে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যের কথা সকলকে জানাতে ইন্টারনেটে ছবি পোস্ট করেছিলেন তার বাবা-মা। তার এই অনন্য ক্ষমতাকে সকলের সামনে তুলে ধরার জন্যই মূলত ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডে আবেদন করেছিলেন বিশ্বরূপ বাবু ও মৌসুমী দেবী। গত জুলাইতে অভিলাষার এই গুণটি রেকর্ড করা হয়। এরপরই বাড়িতে পাঠানো হয় শংসাপত্র ও মেডেল।

জানা যাচ্ছে পড়াশোনায় খুবই মনোযোগী অভিলাষা। এছাড়াও বন্ধুদেরকেও খুব ভালোবাসে সে। পড়াশোনার পাশাপাশি নাচেও তার প্রতিভা রয়েছে। অভিলাষার ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনায় আমরা করি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker