সোশ্যাল মিডিয়া ( Social media) বিনোদনের ( entertainment) অন্যতম একটি মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হয় সাপ ( snake) সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ভিডিওগুলি দেখতে পছন্দ করেন। সম্প্রতি তেমন একটি ভিডিও ভাইরাল ( Viral) হল সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেছে একজন বিদেশী ভদ্রলোক তার সামনে একটি পাত্রের মধ্যে অনেকগুলো ডিম নিয়ে বসে রয়েছেন । সেই ডিমগুলি হল সাপের ডিম। ভিডিওতে ডিম ফুটে ছোট্ট সাপের ছানাদের ও দেখা গিয়েছে। লোকটি যে সাপ ধরতে অভ্যস্ত সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। তিনি নিজেই ডিম থেকে বাচ্চা বের করেছিলেন ।কিন্তু এর পরেই ঘটে একটি অবিশ্বাস্য ঘটনা । একটি ডিম থেকে দুমুখো সাপের একটি ছানা বের হয় । সেটি ওই ভদ্রলোক দেখিয়েছেন। তিনি নিজেও বেশ অবাক হয়ে গেছেন।
সব মিলিয়ে ভিডিওটি ভীষন ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন ।শুধু তাই নয় জানা গেছে যে সেই চ্যানেলটির থেকে বিভিন্ন ধরনের সাপের ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওটি দেখে অনেকেই ভীষণ ভীত হয়েছেন। আবার অনেকেই ভিডিওটা পছন্দ করেছেন। সে কারণে ভিডিওটি খুব অল্প সময়ে ভাইরাল হয়েছে।