সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয় তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের আনন্দ দেয় আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একেবারে অবাক করে দেয়। সম্প্রতি তেমনই একটি অবাক করা ভিডিও আমাদের সামনে উঠে এসেছে যা দেখে একেবারে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে নেটিজেনদের। সম্প্রতি যে ভিডিওটি নেট দুনিয়ায় উঠে এসেছে সেই ভিডিওটি একটি সদ্যোজাত ছাগলের।
তবে ছাগলটি স্বাভাবিকের থেকে একটু আলাদা। আসলে একটি নয় দুটি ছাগল জন্ম নিয়েছে। কিন্তু পরস্পরের সাথে জোড়া লাগানো, একেবারে অস্বাভাবিক। দুই মাথা, আট পা, দুটি লেজ; বিশিষ্ট আজব এই ছাগলটিকে দেখে সবাই একেবারে হতবাক হয়ে গিয়েছে। তার কারণ এমন ছাগল এর আগে কখনো দেখা যায়নি বা শোনা যায়নি। এই ঘটনাটি ঘটে ভারতের একটি ছোট্ট গ্রামে।
ওই ছাগলটির মালিক দীনেশ কুমার জানিয়েছেন সকাল থেকে মা ছাগলটি ব্যথায় ছটফট করছিল, এমনকি বাচ্চা ছাগলের দুটি পা বাইরেও বেরিয়ে এসেছিল। কিন্তু স্বাভাবিকভাবে মা ছাগলটি বাচ্চাকে জন্ম দিতে পারছিল না। এরপরে পশু চিকিৎসক ডাক্তার খান কে ডেকে পাঠানো হয়। তিনি সার্জারি করে মা ছাগলের পেট থেকে বার করে আজব ধরনের যমজ বাচ্চা ছাগল। ‘ভেট সার্জারি'(Vet Surgery) নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এই ভিডিওটি। প্রচুর মানুষ দেখে ফেলেছে ইতিমধ্যে এই ভিডিওটি। চাইলে আপনিও দেখতে পারেন এই ভিডিওটি।