বাংলা ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী বলতে যাদের বোঝানো হয়, তাদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। দর্শকদের অন্যতম পছন্দের অভিনেত্রী ইনি। তাঁর অনুগামীদের সংখ্যা প্রচুর। তিনি বিখ্যাত অভিনেতা রনজিৎ মল্লিকের কন্যা।
তার অনেক ফ্যান ফলোয়ারস রয়েছে। তাঁকে কেন্দ্র করে অনেকগুলি ফ্যান পেজ ও আছে। রূপে গুণে সকল দর্শকের মন কেড়ে নিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। যেহেতু তাঁর বাবা রনজিৎ মল্লিক অভিনয় জগতের সাথে যুক্ত তাই ছোটবেলা থেকেই বহু অভিনেতা, পরিচালকের সাথে তাঁর যোগাযোগ রয়েছে।
নাটের গুরু সিনেমায় অভিনয়ের মাধ্যমে কোয়েল মল্লিকের অভিনয় জগতে পদার্পণ। তারপর একে একে বহু বিখ্যাত সিনেমা করেছেন তিনি। দেব, জিৎ সবার সাথে কাজ করেছেন তিনি। ২০১৩ সালে তাঁর বিয়ে হয় নিসপাল সিং রানের সাথে।
২০২০ তে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তার পুত্রের নাম কবীর। এই কবীরের কারণেই তাঁকে এখন খুব বেশি সিনেমায় দেখা যায় না। কিন্তু তিনি স্যোশাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ।
এখন প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন (Smartphone ) রয়েছে। আর সেই স্মার্ট ফোনেই রয়েছে গোটা জগত অর্থাৎ সোশ্যাল মিডিয়া (Social Media)। আচ্ছা বলুন তো বর্তমান যুগে দাড়িয়ে এখন কে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না? হয়তো হাতেগোনা কয়েকজনকে পেলেও পেতে পারেন।
সোশ্যাল মিডিয়াতে আমরা নাচ, গান, খেলা, কমেডি ভিডিও, সিনেমা সবই দেখতে পাই। এই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করে তো অনেকে আজ নিজের প্রতিভা সবার মাঝে বিকাশ করতে পারছেন। কয়েক বছর আগেও কিন্তু এটা এত সহজ ছিল না। প্রতিভা থাকা সত্ত্বেও বহু মানুষকে হারিয়ে যেতে হয়েছে।
তবে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকটাই উপকার হয়েছে। যেমন প্রতিভা ব্যবহার করে ফেম পাওয়া যাচ্ছে, তেমনই পাওয়া যাচ্ছে টাকাও। যত দিন এগোচ্ছে ততই যেন আমরা ডিজিটাল (Digital) দুনিয়ার উপর বেশি নির্ভর হয়ে পড়ছি। আর তাই দেশ-বিদেশের বহু খবর সহজেই পেয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার পাতায়।
টিভির পর্দা ছেড়ে এখন মানুষ বেশি মন দিয়েছে মোবাইলের পর্দায়। আজ মানুষ নিজেদের অলস সময় কাটায় এই মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও দেখেই। মাঝেমধ্যেই ইন্টারনেটে এমন কিছু ছবি ভাইরাল হয় যা দেখে অবাক হতেই হয়। সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত বুঝি হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি কে।
এইসব সোশ্যাল সাইট গুলোতে তারকাদের অনুগামীরা তাঁদের ফলো করেন। সম্প্রতি কোয়েল মল্লিকের একটি ছবি খুব ভাইরাল হচ্ছে। যেখানে তাঁকে গোলাপি পোষাকে দেখা গেছে। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এক সন্তানের মা। আপনার যদি ছবিটি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন।