Aindrila Sharma: হঠাৎ ব্রেন স্ট্রোক, ফের হাসপাতালে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

ধারাবাহিক জগতের বিখ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma)। প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে ক্যানসারের মতো মারণরোগের সাথে লড়াই করেছেন তিনি। সেই সময় পাশে পেয়েছিলেন পরিবারকে। আরও একজন নিরন্তর তার পাশে ছিলেন। তিনি হলেন ঐন্দ্রিলা শর্মার প্রেমিক বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakrabarty)। প্রবল শারীরিক কষ্ট সহ্য করলেও মানসিক কষ্ট সহ্য করতে হয়নি তাকে। এর কারণ সব্যসাচীর ভালোবাসা ও কেয়ার।

ধীরে ধীরে ক্যামেরার সামনে ফিরছিলেন তিনি। জি বাংলা অরিজিনাল এর ফিল্ম “ভোলে বাবা পার করেগা” (Bhole Baba Par Karega) তে অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty) র মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এহেন অভিনেত্রীর জীবনে ফের ঘনিয়ে এসেছে শারীরিক কষ্ট। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে হঠাৎই ব্রেন স্ট্রোক হয় তার। বর্তমানে কোমায় রয়েছেন তিনি। জানা যাচ্ছে বাঁ হাত সামান্য নড়াচড়া করতে পারছেন। আর চোখ নড়ছে তার। তবে বুধবার তার অবস্থা আগের তুলনায় ভালো হয়েছে। 48 ঘন্টা না গেলে কিছু বলতে পারবেন না ডাক্তারবাবুরা। “ভাগাড়” (Vagar) সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। এই মাসেই দিল্লি যেতেন ঐন্দ্রিলা। সেই মতো শ্যুটিং থেকে ছুটি নেওয়ারও কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল এই বিপত্তি। আমরা ঐন্দ্রিলা শর্মার দ্রুত সুস্থতা কামনা করছি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker