আজকের রাশিফল ১ জানুয়ারি! জেনে নিন কেমন কাটবে আপনার দিন

প্রাচীন কাল থেকেই মানুষ জ্যোতিষ শাস্ত্রের ওপর ভীষণভাবে আস্থাশীল। যে কোনো কাজের শুভারম্ভ থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে, উপনয়নের মতোন শুভ কাজও জ্যোতিষ শাস্ত্র মেনেই সম্পন্ন হয়ে থাকে। এমনকি শিক্ষা,অর্থ প্রভৃতি বিষয়ও জ্যোতিষ শাস্ত্র মেনেই হয়।

এই জ্যোতিষ শাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হলো রাশিফল গননা। বৈদিক জ্যোতিষে মোট ১২টি রাশি, যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

এই প্রত্যকটি রাশির নিজস্ব গুন বা দোষ রয়েছে, যেগুলোকে কখনোই অপরিবর্তনীয় বলা চলে না। বছর, মাস, সপ্তাহ এমনকি দিনে দিনেও এইসব রাশির গুনাবলীর পরিবর্তন পরিলক্ষিত হয়।

তাই কোন রাশির জন্য কোন দিন শুভ বা অশুভ তা আগে থেকে জেনে রাখলে অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। আবার কোন রাশির জন্য কোন দিনটি শুভ, সে সম্পর্কেও অবগত হওয়া যায়। তাই প্রাত্যহিক রাশিফল জেনে রাখা একান্ত কর্তব্য। তাহলে জেনে নিন আপনার রাশিফল-

মেষ রাশিফল (Aries Horoscope)- পারিবারিক বিষয়ে কিছুটা ঝামেলা হতে পারে। ভূমি স্থাবর ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করতে পারেন। প্রভাবশালী আত্মীয়র দয়ায় অর্থ লাভের যোগ প্রবল। প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। প্রতিকার- শনি গ্রহের স্তব করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)– ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। খুচরা ও পাইকারি বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। পেটের পীড়া থেকে সতর্ক থাকুন। বাইরে বের হলেই বিপদ। ঘরেই থাকুন। প্রতিকার- চন্ডীর মন্ত্র পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)- কোনো রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম সম্মান বৃদ্ধি পাবে। ত্রাণ বিতরণে মনযোগী হোন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। জীবন সাথীর সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রতিকার- গরু ও কুকুরদের খেতে দিন।

কর্কট রাশিফল (Cancer Horoscope)- আজ ভ্রমণে বের না হওয়াই ভালো। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীদের চিন্তাগ্রস্থ হয়ে পরবেন। প্রবাসীরা কর্মক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন হতে পারেন। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। প্রতিকার – সরস্বতী স্তব করুন ও নারায়ণের পূজা করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)- বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন। বাড়িতে বড় ভাই-বোনের স্নেহ-ভালোবাসা পাবেন। বন্ধুর সাহায্যে চাকরিতে কোনো পরিবর্তন হতে পারে। বকেয়া বিল ও বেতন আদায়ের সুযোগ আসবে। মবাইল ফোনে যোগাযোগ বৃদ্ধি করুন। যাত্রা শুভ নয়। প্রতিকার- কালী ও দূর্গার নিত্যপূজা করুন।

কন্যা রাশিফল (Libra Horoscope)– প্রত্যাশিত চাকরি আজ পেতে পারেন। চাকরিজীবীদের কাজে বারবার হয়রানির আশঙ্কা। রাজনৈতিক নেতাকর্মীদের শত্রুতার কারণে বার বার বাধা-বিপত্তি দেখা দেবে। সামাজিক কাজে সতর্ক থাকুন। পিতার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। প্রতিকার- শিবের মন্ত্র পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)– কুম্ভের জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ধর্মীয় কাজে মনে প্রশান্তি আসবে। কোনো শিক্ষক বা আধ্যাত্মিক ব্যক্তির সাহায্য পেতে পারেন। অর্থ কষ্টে পড়তে পারেন। যাত্রা শুভ নয়। তবু বাইরে যেতে হতে পারে। প্রতিকার- গরীবদের মধ্যে মিষ্টি বিতরণ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)- সকালের দিকে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। সময় কিছুটা প্রতিকূল হতে পারে। পাওনাদারের কারণে মোবাইল বন্ধ করে রাখতে পারেন। কোনো আত্মীয় বা বন্ধুর অসুস্থতা বা মৃত্যু সংবাদ আসতে পারে। পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে। প্রতিকার- যেকোনো কাজে ধৈর্য্য বজায় রাখুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope) – জীবন সাথীর শরীর ভালো যাবে না। কোনো অংশীদারি বাণিজ্য নিয়ে ভাবতে পারেন। আয়ের সুযোগ খুঁজেও ব্যর্থ হবেন। দাম্পত্য ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা রয়েছে। কাজে-কর্মে কিছু ঝামেলা মোকাবিলা করতে হবে। গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। প্রতিকার- গরীবদের অন্ন জাতীয় কিছু খেতে দিন।

মকর রাশিফল (Capricorn Horoscope) – সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি দেখা দেবে। কর্মস্থলে কোনো পদস্ত কর্মকর্তার সঙ্গে বিরোধে না জড়ানোই ভালো। শরীর ভালো যাবে না। উচ্চ চাপের রোগীদের সতর্ক হতে হবে। প্রতিকার- শনি ও বুধ দেবের পুজো করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)– পারিবারিক বিষয়ে কিছুটা ঝামেলা হতে পারে। ভূমি স্থাবর ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করতে পারেন। প্রভাবশালী আত্মীয়র দয়ায় অর্থ লাভের যোগ প্রবল। প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। প্রতিকার- রোজ সকালে সূর্যের মন্ত্র পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)- দিনটি তুলনামূলক ভালো যাবে। পকেটে টাকা আসতে পারে। সকালের দিকে মায়ের সঙ্গে কোনো সাংসারিক বিষয়ে মতবিরোধের আশঙ্কা। ভালোবাসার মানুষের সাথে ঝামেলা হতে পারে। প্রতিকার- সবসময় সাদা রঙের বস্ত্র পরিধান করুন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker