প্রাচীন কাল থেকেই মানুষ জ্যোতিষ শাস্ত্রের ওপর ভীষণভাবে আস্থাশীল। যে কোনো কাজের শুভারম্ভ থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে, উপনয়নের মতোন শুভ কাজও জ্যোতিষ শাস্ত্র মেনেই সম্পন্ন হয়ে থাকে। এমনকি শিক্ষা,অর্থ প্রভৃতি বিষয়ও জ্যোতিষ শাস্ত্র মেনেই হয়।
এই জ্যোতিষ শাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক হলো রাশিফল গননা। বৈদিক জ্যোতিষে মোট ১২টি রাশি, যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
এই প্রত্যকটি রাশির নিজস্ব গুন বা দোষ রয়েছে, যেগুলোকে কখনোই অপরিবর্তনীয় বলা চলে না। বছর, মাস, সপ্তাহ এমনকি দিনে দিনেও এইসব রাশির গুনাবলীর পরিবর্তন পরিলক্ষিত হয়। তাই কোন রাশির জন্য কোন দিন শুভ বা অশুভ তা আগে থেকে জেনে রাখলে অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
আবার কোন রাশির জন্য কোন দিনটি শুভ, সে সম্পর্কেও অবগত হওয়া যায়। তাই প্রাত্যহিক রাশিফল জেনে রাখা একান্ত কর্তব্য। তাহলে জেনে নিন আপনার রাশিফল-
মেষ রাশিফল (Aries Horoscope)- আজ আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও গহনা বিক্রেতা প্রসাধন ও বিলাসী দ্রব্যের বিক্রেতাদের আয় রোজগার বৃদ্ধির যোগ। গার্মেন্টস কর্মীদের কর্ম পরিবর্তনের যোগ প্রবল। ছোট ভাই-বোনের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে। প্রতিকার- কুকুর কে রুটি এবং পাউরুটি খাওয়ান।
বৃষ রাশিফল (Taurus Horoscope)– বকেয়া অর্থ ফেরত পেতে জোড় তাগাদা দিন। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। বিক্রয় বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পাবেন। স্বর্ণালঙ্কার ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো রোজগার করতে পারবেন। প্রতিকার- ওম ভ্রাম ভৃম ভ্রূম সাঃ রহবে নমঃ – এই মন্ত্রটি দিনে ১১ বার জপ করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope)- শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। কোনো বৈদেশিক কাজের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন। জীবন সাথীর সাহায্য পাওয়ার যোগ রয়েছে। মানসিক শান্তি ফিরে পাবেন। আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাবে। দাদার সম্পত্তি লাভের প্রচেষ্টা সফল হবে। প্রতিকার- উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।
কর্কট রাশিফল (Cancer Horoscope)- আজ ঋণ দান বা ঋণগ্রহণ করতে হতে পারে। কোন পরিচিত শুভাকাঙ্খীর মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। ইন্সুরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল। ব্যবসায়িক কারণে কোনো পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। প্রতিকার – কম বয়সী মহিলা ও মহিয়সী নারীদের সম্মান করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope)- কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে কোনো প্রতিযোগিতামূলক কাজে সফল হতে পারেন। প্রভাবশালী কোনো কর্মকর্তা বা নেতার আনুকূল্য লাভের সুযোগ পেয়ে যাবেন। গৃহ সুখের বৃদ্ধি হবে। দিনটি ভালো যাবে। প্রতিকার- নিজের চরিত্র সবসময় কলঙ্কমুক্ত রাখুন।
কন্যা রাশিফল (Libra Horoscope)– আজ বেকারদের ভাগ্য উদয়ের সম্ভাবনা প্রবল। ধর্মীয় কোন কাজে অংশ নিতে পারেন। উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে। ব্যবসায়ীক কাজে বা চাকরির কোনো প্রয়োজনে বিদেশ যেতে হবে। মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রতিকার- তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে, গোলাপি কাপড়ে মুড়ে মাটি চাপা দিন।
তুলা রাশিফল (Libra Horoscope)– মনের কোনো লালিত স্বপ্ন পূরণ হতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। কোনো আত্মীয় বা মায়ের সাহায্য লাভের যোগ বলবান। গৃহপালিত পশুপাখির বৃদ্ধি হতে পারে। নতুন গৃহ নির্মাণের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। প্রতিকার- গাছের বা গাছের গাছের পাতা বা অঙ্কুর ছিড়বেন না।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)- ব্যয় বহুল দিন পার করতে পারেন। প্রবাসীরা কোনো নতুন কাজে যোগদান করতে যাচ্ছেন। আয়কর ও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কিছু ঝামেলা দেখা দেবে। কোনো আত্মীয়ের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীক কারণে দূরে কোথাও যেতে হতে পারে। প্রতিকার- হিজড়ে সম্প্রদায়ের মানুষদের সবুজ বালা দান করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope) – খেলাধুলায় সাফল্য আসবে। প্রেম ও রোমান্সে অগ্রগতি হবে। বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে। লেখক সাহিত্যিক ও সম্পাদকদের দিনটি বলবান থাকবে। প্রতিকার- গরুকে হলুদ ছোলা বা শস্য খাওয়ান।
মকর রাশিফল (Capricorn Horoscope) – কর্মস্থলে সহকর্মী বা কোনো অধীনস্ত কর্মচারীর কারণে বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আজ রিপুকে দমন করতে হবে। হঠাৎ করে অসৎ সঙ্গে পড়ে যেতে পারেন। ছোট মামা বা খালার সাহায্য লাভের সম্ভাবনা। আজ চাকরিজীবি ও ব্যবসায়ীদের কাজেকর্মে সাফল্য আসবে না। প্রতিকার- ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)– জীবন সাথীর সাহায্য লাভের যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ অর্থলাভের যোগ রয়েছে। আজ ভাগিনা-ভাগিনির জন্য অর্থ ব্যয় হতে পারে। মামলা মোকদ্দমায় বিজয়ী হতে পারবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। প্রতিকার- হনুমান চল্লিশা পাঠ করুন।
মীন রাশিফল (Pisces Horoscope)- আজ আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন। বন্ধু বা কোনো ভাই বোনের দ্বারা উপকৃত হবেন। মনোবাঞ্ছা পূরণ হতে পারে। স্বর্ণকার ও রৌপ্যকারদের আয় রোজগার বাড়তে পারে। প্রতিকার-ফুলের টব এ সবুজ পাথর রাখুন।