কখনো শুনেছেন চিড়িয়াখানায় (Zoo) মানুষ বন্দি। আর সেই মানুষদের দেখতে ভিড় করেছে বাঘেরা(Tiger)। শুনে অনেকটা গল্পের মতো মনে হলেও, বাস্তবে এমনটাই ঘটেছে। সাধারণত বাঘ দেখতে আমরা চিড়িয়াখানায় যাই। বাঘ আমাদের জাতীয় পশু। তাই বাঘ দেখার জন্য চিড়িয়াখানায় ভিড় জমবে এটাই স্বাভাবিক। আর তাই হয়। চিড়িয়াখানায় সবচেয়ে ভিড় জমে বাঘের খাঁচার সামনে। বাঘের নানান কর্মকাণ্ড দেখার আগ্রহ থাকেন সবাই।
তবে সম্প্রতি ভাইলাল হয়েছে এমন একটি ভিডিও। যে ভিডিওটিতে সম্পূর্ণ বিপরীত একটি দৃশ্য ফুটে উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে কয়েকজন মানুষকে আটকে রাখা হয়েছে গাড়িতে। আর তাতে দেখছে কতগুলো বাঘ। ভিডিওটিতে দেখানো হয়েছে কয়েকজন মানুষ চিড়িয়াখানার সামনে জমায়েত হয়েছে। তাদের মধ্যে থেকে কিছু মানুষকে একটি খাঁচার মতো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গল সাফারির জন্য। সেখানে এক এক করে জেব্রা, ভালুক, সিংহ সমস্ত পশুকে দেখানো হয়েছে।
এরপরেই সেই গাড়ির সামনে দেখা যায় একটি বাঘকে। বাঘটি মানুষ ভর্তির গাড়িটাতে উঁকি দিয়ে দেখছে। এরপরে যখন গাড়িটা একটি ব্রিজের কাছে পৌঁছায়, তখন দেখা যায় একাধিক বাঘ মানুষ ভর্তি গাড়িটাকে ঘিরে দেখছে। “Ferdous: the Travel King” ইউটিউব (YouTube) চ্যানেল থেকে ভিডিওটি ৪ বছর আগে আপলোড করা হয়েছে। বর্তমানে ৬২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে ভিডিওটি। ভিডিওটি এখনও সমানভাবে জনপ্রিয়।
ভিডিওটিতে বাংলাদেশের একটি চিড়িয়াখানার দৃশ্য তুলে ধরা হয়েছে। এই চিড়িয়াখানার বিশেষত্ব হল এখানে কোনো পশুকে খাঁচায় বন্দি করে রাখা হয় না। এই চিড়িয়াখানায় সব পশু নিজেদের মতো করে খোলামেলা ঘুরে বেড়ায়। মানুষজন তাদের গাড়ি করে দেখতে আসে