প্রতিভাকে ধরে রাখা যায় না, সুযোগ পেলে তার প্রকাশ ঘটবেই। এখনকার দিনে তো আরোও সুবিধা হয়েছে স্যোশাল মিডিয়ার (Social Media) দৌলতে। কারণ এখানে না আছে নিয়মের কড়াকড়ি বা বয়সের ক্ষেত্রে কোনো আলাদা নিয়ম। ফলে প্রতিভা থাকলে তার বিকাশের ক্ষেত্রে এই স্যোশাল মিডিয়ার বিরাট বড়ো অবদান রয়েছে।
সম্প্রতি নেটদুনিয়ায় পুনরায় ভাইরাল একটি ভিডিও( Video)। যে ভিডিওটি রীতিমতো প্রশংসার ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা গেছে তিনজন যুবতী নাচ করছেন। তবে কি গানে নাচ করেছেন জানেন কি? এই তিন যুবতী নাচ করেছেন ‘ও আন্তাভা’ গান এবং ‘টিপ টিপ বর্ষা পানি’ গানের সাথে। এই দুটি নেটিজনদের কাছে সুপরিচিত গান। এই দুটি সুপরিচিত গানের সাথে বেলি ডান্স করেছেন তিন যুবতী।
‘ও আন্তাভা’ গানটি জনপ্রিয় তামিল ছবি ‘পুষ্পা : দা রাইজ’ সিনেমার এবং ‘টিপ টিপ বর্ষা পানি’ গানটি ‘সূর্যবংশী’ সিনেমার বিখ্যাত গান। এই দুই জনপ্রিয় গানের সাথেই নাচ করে ভাইরাল (Viral) হয়েছেন তিনজন যুবতী ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে তিন অল্প বয়সী যুবতী তাদের নাচের মাধ্যমে রীতিমতো তোলপাড় করেছে নেটদুনিয়া। একটি ঘরোয়া অনুষ্ঠানে এই সুন্দর নৃত্য পরিবেশন করেছেন তিন যুবতী।
‘মিম বয়েজ’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি ৬.৮ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে। এই মেয়েগুলি যেন প্রতিভার মূল্য পায় বা যথাযোগ্য স্হানে সঠিক মূল্যায়ন হয় তার এই প্রতিভার এমনটাই জানিয়েছেন দর্শকরা।