নুসরত এবার শাহরুখের নায়িকা! বাংলার নায়িকার ‘স্বপ্নপূরণে’র খবরে চোখ কপালে নেটিজেনদের

টলি পাড়ার বহু চর্চিত অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। শুধু অভিনয় নয়, যশ ও নুসরতের সম্পর্কের রসায়ন দিয়েই নুসরাতের চর্চা বৃদ্ধি পেতে থাকে। নুসরাতের সন্তানের জন্মের আগে থেকেই যশ এবং নুসরাতের সম্পর্কের গুঞ্জন শোনা যেত। যদিও পরবর্তীতে যশ এবং নুসরত সম্পর্কের স্বীকৃতি দিয়ে একসাথে রয়েছেন। তবে নুসরত বরাবরই স্বাধীনচেতা। তাই তো তাঁর স্বামী, নিখিল জৈনের সাথে বিচ্ছেদের পরেও সন্তান হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। বর্তমানে নুসরাত এবং যশ তাঁদের ছোট্ট সন্তানকে নিয়ে একসাথে রয়েছেন।

এবারে নুসরাত ধরা দিলেন কিং খান বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh khan) নায়িকার রূপে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নুসরাত বেশকিছু ছবি পোস্ট করেছেন, যে ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে, তিনি শাহরুখের ‘ম্যায় হুঁ না’ ছবির সুস্মিতা সেনের লুকে ধরা দিয়েছেন। সুস্মিতা সেনের ‘গোরি গোরি’ গানে লাল পরীর মতো সেজেছেন তিনি। অভিনেত্রীর পরনে ছিল লাল শাড়ি, টিউব টপ আর মানানসই মেকআপ। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে নুসরাত লাখেছেন “লাল শাড়ি এসআরকের গান আর স্বপ্নপূরণের সময়”।

View this post on Instagram

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

তাহলে কি শাহরুখ খানের সাথে ছবি করতে চলেছেন নুসরাত? কয়েকদিন আগেই বাদশা কলকাতায় এসেছিলেন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেল উদ্বোধন করতে। তার কয়েকদিন পরেই নুসরাতের এই পোস্ট। তাহলে কি এবার শাহরুখ খানের সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী? যদিও এই বিষয়ে কেউ কিছুই বলেননি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker