“কে নোরা? ও বিখ্যাত হওয়ার আগে থেকে আমি বেলি ডান্স করি” – সৃজলার এমন বেফাঁস মন্তব্যের পর অবশেষে কী বললেন তিনি

আপনারা যারা বাংলা ধারাবাহিক জগতের খোঁজ খবর রাখেন তাদের কাছে এক অন্যতম জনপ্রিয় নাম সৃজলা গুহ (srijala Guha) । তার এত জনপ্রিয়তার অন্যতম কারণ ‘পিহু’ চরিত্রে অভিনয়। বড় পর্দাতে বহু প্রচেষ্টা তেও অসফল অভিনেত্রী ছোট পর্দায় পা রাখতে না রাখতেই সফলতা এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন। তার অসামান্য অভিনয় দক্ষতা দর্শকদের আজকেও পিহু চরিত্রটিকে ভুলতে দেয়নি। পিহুর হাত ধরেই দর্শকদের হৃদয়ে সর্বচ্চ স্থান করে নিয়েছেন সৃজলা গুহ।

শুধুমাত্র অভিনয় দক্ষতার সুবাদে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি তার প্রতিভার নানা দিক দর্শকদের সামনে এনে হাজির করছেন, এবার তিনি লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন। “ফরএভার জানুয়ারি” নামক এক ইংরেজি কবিতার বই তিনি আমাদের সামনে এনেছেন, কিছুদিন আগেই এই বই মুক্তি পেয়েছে। তার দাবি অনুযায়ী তিনি ছোটবেলা থেকেই লেখালেখি করেন এবং তার সুবাদেই এই ইংরেজি কবিতার বই খানি লেখা। নাচের প্রতি তার ভালোলাগার কথা এবং তিনি যে নৃত্য শিল্পী হিসেবে বেশ পটু এই বিষয়টি আমাদের আগে থেকেই জানা আছে।

তাঁর অনুরাগীরা তার অভিনয় এবং কবিতার পাশাপাশি তাঁর নাচেরও ফ্যান (fan)। এবং সার্থক নৃত্য শিল্পী হওয়ার সুবাদে অনেকেই তাকে বেশ পছন্দ করেন। তাঁর ভক্তরা এতগুলো বিষয় একসাথে সৃজলার মধ্যে পেয়ে বেশ এনজয় করেন ব্যাপার গুলি । প্রসঙ্গত উল্লেখ্য তার এই নৃত্য শিল্পে দক্ষতার পিছনে যে রহস্য লুকিয়ে আছে তা হলো তার প্রশিক্ষণ। প্রায় দশ বছর আগে তিনি দুবাইয়ের এক দক্ষ নৃত্য প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ছিলেন। এবং তার সাথে সাথেই ছোট বেলা থেকে নাচের প্রতি ভালোবাসা এবং অনুরাগ তাকে এক দক্ষ নৃত্য শিল্পী হিসেবে গড়ে তুলেছে।

তৎসত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে তো সমালোচকের কোন অভাব নেই। সৃজলার নিন্দুকদের দাবি তিনি নাকি বলিউড তারকা নোংরা ফাতেহিকে নকল করতে শুরু করেছেন। কিছুদিন আগে স্টার জলসার অনুষ্ঠান মঞ্চে নৃত্য পরিবেশন করেন, এই নৃত্য পরিবেশনার পর থেকেই নিন্দুকরা এই দাবি তোলেন। এরপর ডান্স ডান্স জুনিয়র এর মঞ্চে অভিনেত্রীর স্টেজ পারফর্মেন্স নিয়ে কথা উঠতেই একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের সামনে সৃজলা গুহ কে এই বিষয় নিয়ে বলতে শোনা যায়। সৃজলা বলেছেন, “নাচের প্রতি আমার ভালবাসা সেই ছোটবেলার। আমার নিন্দকরা অনেকেই আমার অনুষ্ঠান দেখে বলেন নোরা ফতেহিকে নাকি আমি নকল করি। কে নোরা? ও বিখ্যাত হওয়ার আগে থেকে আমি বেলি ডান্স করি। সুতরাং এটা বললে আমি মোটেও মানব না”।

তবে বর্তমানে অভিনেত্রী এই সবের থেকে বহু দূরে বেশ খোশ মেজাজেই ছুটি কাটাচ্ছেন। কখন তাকে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে দাঁড়িয়ে সূর্য দেখতে। কোথায় গিয়েছেন? কার সাথে গিয়েছেন? এই বিষয়ে তিনি একেবারেই গোপনীয়তা অবলম্বন করছেন। তবে জানা গিয়েছে ২১শে অক্টোবর হয়তো কলকাতায় ফিরবেন তিনি। তারপরেই আবার বেরিয়ে পড়তে পারেন অন্য কোথাও।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker