‘দ্য কপিল শর্মা শো’ দর্শকদের পছন্দের তালিকায় থাকা অন্যতম জনপ্রিয় কমেডি শো। এই শো-এর নতুন সিজন মানেই দর্শকদের মনে আলাদা উত্তেজনা। আগামী ১০ ই সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হতে চলেছে ‘দ্য কপিল শর্মা শো’-এর নয়া সিজন। নয়া সিজনে কপিল শর্মার পাশাপাশি সিদ্ধার্থ সাগর, অর্চনাপূরণ সিংহ, সুমনা চক্রবর্তীদের দেখা যাবে। কিন্তু এই শো-এ উপস্থিত ছিল এমন পুরনো তারকাদের দেখা যাবে না আর। কিন্তু কেন?
কপিলের শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন ভারতী সিংহ। তাঁকে বলা হয় ‘কমেডি কুইন’ । কিন্তু তাঁকে এই শো-এর নতুন সিজনে দেখা যাবে না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি একটা ছোট বিরতিতে আছি। সেই সঙ্গে ‘সারেগামাপা’ করছি। এমনটা নয় যে, ‘দ্য কপিল শর্মা শো’ করব না। কিন্তু নিয়মিত থাকতে পারব না। আমার ছোট বাচ্চাও রয়েছে, কিছু অনুষ্ঠানও রয়েছে। ফলে মাঝেমাঝে চেষ্টা করব।’’
এমনকি কপিল শর্মা শো-এর নতুন সিজনে দেখা যাবে না চন্দন প্রভাকরকে অর্থাৎ ‘চান্দু চায়েওয়ালা’-কে। চান্দুর চরিত্রে অভিনয় করা চন্দন প্রভাকর এই প্রসঙ্গে বলেন, ‘‘দ্য কপিল শর্মা শোয়ের এই সিজনে থাকছি না। কোনও বিশেষ কারণ নেই। শুধু মাত্র বিরতি নিতে চেয়েছিলাম বলে থাকছি না।’’ কপিল শর্মা শো-এর অস্ট্রেলিয়ার ট্যুরে তাঁকে দেখা যায়নি। এবারে নতুন শো-তে দেখা যাবে না তাঁকে।
এমনকি এই শো-থেকে আপাততঃ অব্যাহতি নিয়েছেন কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকও। তিনি অবশ্য চুক্তি সংক্রান্ত কাজকে নতুন সিজনে না থাকার কারণ হিসেবে দেখিয়েছেন। একইসাথে তিন জনপ্রিয় তারকার উপস্থিতিতে কেমন হবে ‘দ্য কপিল শর্মা শো’? দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে তো আদেও? টি আর পি-এর দৌড়ে পিছিয়ে পরবে না তো এই শো? দর্শকদের মধ্যে ইতিমধ্যে এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।