সোশ্যাল মিডিয়ায় ( Social media) প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক খবর জানতে পারি। সাপ ( Snake) সংক্রান্ত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সাপ দেখে অনেকেই ভীষণ ভয় পান। সম্প্রতি তেমন একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।
সেই ভিডিওটি একেবারে সত্যি । জানা গেছে এক গ্রামের একটি গৃহস্থবাড়িতে যখন বাড়ির সদস্যরা রাতে মশারির মধ্যে ঘুমাছিল সেই সময় মশারির জাল এর মধ্যে চলে আসে একটি বিষাক্ত সাপ। এর পরে ওই বাড়ির এক মহিলা সদস্য সাপটিকে দেখতে পান এবং ভয় পেয়ে চিৎকার করেন। এরপরে আরেক সদস্য কে তিনি ডাকেন এবং সমিরন বারিক ( Samiran Barik) নামক প্রশিক্ষণ প্রাপ্ত সাপ ধরার জন্য এক ব্যক্তিকে ডাকা হয় ।এরপর তিনি চলে আসেন এবং সাপটিকে ধরেন।
সবশেষে তিনি সকলকে সচেতন করেন যে ঘুমানোর সময় অবশ্যই মশারী টাঙ্গানো উচিত এবং বাড়িতে সাপ দেখলে কোন কুসংস্কারের বশবর্তী না হয়ে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত কোন ব্যক্তি কে ডাকা উচিৎ। কাউকে যদি সাপ কামড়ায় তাহলেও অন্যরকম ওঝার দ্বারস্থ না হয়ে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করা উচিত। যে ব্যক্তি সাপ ধরতে এসেছিলেন তিনি তার ইউটিউব চ্যানেল অর্থাৎ ‘সমিরন বারিক’ ( Samiran Barik) নামক ইউটিউব চ্যানেল থেকে তিনি সেই ভিডিওটি আপলোড করেছেন । সেই চ্যানেলে আরো বিভিন্ন ধরনের সাপ ধরার ভিডিও রয়েছে।