সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হতে এক মুহূর্ত সময় নেয় না। সেইসব ভিডিওগুলির মধ্যে কিছু কিছু ভিডিও যা আমাদের আনন্দ দেয় আবার কিছু কিছু অবাক করা ভিডিও থাকে যেগুলি আমাদের কে ভাবতে বাধ্য করায়। বিভিন্ন পশু পাখির ভিডিও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে দেখা যায় যেগুলি থেকে আমরা অনেক সময় শিক্ষা লাভ করে থাকি।
ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাপের ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। সম্প্রতি আবারও এমনই দুই বিশাল আকৃতির কোবরা (cobra) সাপের উদ্ধারের দৃশ্য উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতাতে। যা দেখে গা শিউরে ওঠে। সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে, ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামের এক ব্যক্তি একটি পুরনো ট্রাঙ্ক খোলার খুবই চেষ্টা করছে, অনেক মানুষও জমে গেছে সেই দৃশ্য দেখতে।
তারপর ঘটলো অবাক করা কাণ্ড! ট্রাঙ্ক খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো একটি পুরুষ ও একটি মহিলা কোবরা সাপ। ট্রাঙ্কের ভিতরে জামা কাপড় পেঁচিয়ে বসেছিল ওই বিশালাকৃতির দুটি সাপ। এরপর ওই ব্যক্তি খুব আস্তে আস্তে প্রথমে পুরুষ সাপটিকে বের করে, সাথে সাথেই সাপটি পালিয়ে যেতে চাইলে ওই ব্যক্তি বিশেষ প্রক্রিয়ায় তার লেজ ধরে ফেলে। এরপর ওই একই ভাবে মহিলা সাপটিকেও বের করে নিয়ে আসে।
অবশেষে ওই দুটি সাপকে একটি সাদা ব্যাগের মধ্যে ধরে নিয়ে ওই ব্যক্তি রওনা দেয়। তবে তিনি একজন অত্যন্ত দক্ষ ব্যক্তি, তাই সাপগুলোর কোনো ক্ষতি না করেই তাদের উদ্ধার করেছে। এই ভিডিওটি ওই উদ্ধারকারী ব্যাক্তি তার নিজের ইউটিউব এ আপলোড করার সাথে সাথেই অসংখ্য মানুষ দেখে ফেলেছে। আপনিও চাইলে দেখতে পারেন এই ভিডিওটি।