স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) টলিউডের (Tollywood) ফ্যাশন আইকন। চেনা ছন্দের বাইরে বেরিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন বারংবার। বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা সেটা বারংবার প্রমাণ করে দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ভারতীয় পোশাক থেকে শুরু করে পাশ্চাত্য পোশাক সবের সাথেই দিব্য মানিয়ে নিতে পারেন নিজেকে।
বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের কন্যা এই স্বস্তিকা মুখোপাধ্যায়। 1998 সালে প্রমিত সেনকে বিয়ে করেন তিনি। তবে বর্তমানে প্রমিত সেনের সাথে থাকেন না অভিনেত্রী। তাঁর ১৯ বছরের একটি মেয়ে আছে।
অভিনেত্রীর বয়স ৪১। তাঁর বাড়িতে বড়ো একটি মেয়ে রয়েছে। তারপরেও স্বস্তিকা মুখোপাধ্যায় পোস্ট করেছেন তাঁর বেবি বাম্পের ছবি। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বেবি বাম্প নিয়ে একটি সেলফি পোস্ট করেছেন। ছবিটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। আবার ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন ‘জন্ম হলো উর্মিলার’। এই উর্মিলা কি তাঁর সদ্যজাত সন্তান? তাহলে কি সত্যিই মা হলেন তিনি?
আসলে স্বস্তিকা মুখোপাধ্যায় ক’দিন পরেই উর্মিলা নামক একটি চরিত্রে বড়ো পর্দায় আসতে চলেছেন। সেই সাজের ছবিই পোস্ট করেন তিনি। ছবিটিতে তিনি আকাশী রঙের পোশাক, জাঙ্ক জুয়েলারী পরেছেন। ছবিগুলোতে তার রূপ যেন উপচে পরছে। ছবিগুলো মন জয় করেছে নেটিজনদের। তাঁর এই সুন্দর রূপ দেখে তাঁর ছবিটির নীচে নানাধরনের কমেন্ট লিখেছেন।