পরিচালক রাজ চক্রবর্তী এর স্ত্রী হলেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। রূপে লাস্যময়ী এই নারীর গত ৩০ শে সেপ্টেম্বর বৌদি ক্যান্টিন নামে এক ছবি মুক্তি পেয়েছে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা করেছেন এই ছবিটি। পরমব্রত এই ছবিতে শুভশ্রী এর হাসবেন্ড এর চরিত্রে অভিনয় করেছেন ও শুভশ্রী ছিলেন এই সিনেমার নায়িকা। দর্শকদের ছবিটি ভালো লাগলেও বক্স অফিসে রেকর্ড করতে পারেনি ছবিটি। তবে সম্প্রতি শুভশ্রী ধরা দিয়েছেন তার নতুন ফটো শুট লুকে।
সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলী নতুন ফটো শুট লুকে ধরা দিয়েছেন সকলের সামনে। সেদিন তাঁর পরনে ছিল হলুদ রঙের শিফন শাড়ি তার সাথে গোলাপি রঙের প্রিন্টেড ব্লাউজ। ব্লাউজ টি ছিল স্লিভ লেস। এই ফটোশুট এর ফটো গুলো তিনি ইন্সটাগ্রাম এর মাধ্যনেই শেয়ার করেছেন। মুহূর্তে এর মধ্যে এছবি ভাইরাল হয়ে গিয়েছে। শুভশ্রী এর ব্লাউজ জুড়ে ছিল ফুশিয়া পিঙ্ক, সাদা ও মেরুন রঙের ফ্লোরাল প্রিন্ট। শুভশ্রী এর ব্লাউজ টি ডিপ নেক হওয়ার দরুন সাইড প্রোফাইল ছবিতে তাঁর ক্লিভেজ সামান্য ফুটে উঠেছিল। তাঁর গহনা হিসাবে ছিল অক্সি ডাইজ ঝুমকো। চুল খোলা রেখে ছিলেন তিনি। হালকা মেক আপ এ ধরা দিয়েছেন তিনি সকলের সামনে।
View this post on Instagram
মুখমণ্ডলী এর মধ্যে কপালে ছিল ছোট্ট লাল টিপ। শুভশ্রী এর পর পর ছবি মুক্তি পেল গত কয়েক মাসের মধ্যেই। কোভিড থাকার দরুন অনেক ছবি ই আটকে ছিল তার তবে এখন তা পর পর প্রকাশিত হচ্ছে। শুভশ্রী এর এই লুক কে অনেকেই প্রশংসা করেছেন। পর পর তাঁর বহু ছবি প্রকাশিত হওয়ার দরুন তিনি একটু বাস্ত ই আছেন বটে। তবে তিনি তাঁর কাজ নিয়ে ভারী অটল। এদিকে অভিনেত্রী হওয়ার দরুন তিনি একজন দায়িত্ব বান মা ও বটে। সবদিক ই তিনি সামলাচ্ছেন। ইতিমধ্যেই তাঁর আগামী ফিল্ম ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এ শুভশ্রী এর লুক ভাইরাল হয়েছে। তাঁর অনুগামী রা তাকে নিয়ে বেজায় খুশি বর্তমানে।