শ্রীময়ী চট্টরাজ (Sremoyee Chattaraj) জনপ্রিয় মুখ। তিনি কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে তাকে খলনায়িকা ‘রাধা’-এর চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল। ধারাবাহিক শুরু থেকে তিনি একটি পরিচিত মুখ হয়ে উঠলেও, তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল শেষ বিধানসভা ভোটের পর। তবে আরও একটি ঘটনা তাকে জনপ্রিয় করে তুলেছিল পরবর্তীতে।
কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick) তো সবাই চেনেন। তিনি হাসির সিনেমাগুলো বেশি করে করেন। নানারকম মজার চরিত্রে তাঁকে দেখা যায় বেশি। তাঁর স্ত্রীর নাম পিঙ্কি ব্যানার্জী। তাঁদের ছেলেও আছে। কয়েক মাস আগে কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি ব্যানার্জী কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের রিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর স্ত্রীর দাবি করেছিলেন কাঞ্চন মল্লিকের সাথে শ্রীময়ী চ্যাটার্জীর অবৈধ সম্পর্ক রয়েছে।
যদিও শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক পুরো বিষয়টি অস্বীকার করেছিলেন। এমনকি শ্রীময়ী চ্যাটার্জী বলেছিলেন সমস্ত তথ্য ভুল। এই নিয়ে সঠিক সিদ্ধান্তে আসা যায়নি। তবে বর্তমানে শ্রীময়ী চট্টরাজ এইসব বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আপাততঃ। তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত এখন। স্যোশাল মিডিয়ায় তিনি তাঁর বিভিন্ন লুকের ছবি আপলোড করে থাকেন প্রায়ই। এমনকি ইন্সটাগ্রাম রিলও শেয়ার করেন। আবার কাঞ্চন মল্লিকের বাড়িতেও তাঁকে দেখা যায়।
এবারে শ্রীময়ীকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-র সাথে। সম্প্রতি সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) তাঁদের লন্ডনের বাড়িতে রয়েছেন। লন্ডন আই থেকে একটু দূরে সৌরভ ও ডোনার বাড়ি। তাঁদের কন্যা সানা (Sana Ganguly) লন্ডনে আছেন উচ্চশিক্ষার জন্য। তাই সৌরভ গাঙ্গুলী লন্ডনে নিজেদের বাড়ি কিনেছেন। এখন সেই বাড়িতে আসছেন বিভিন্ন তারকারা। কয়েকদিন আগেই যেমন সোহম (Soham) ও তাঁর স্ত্রী তনয়া (Tanaya) গেছিলেন সৌরভ ও ডোনার বাড়ি। তেমনই এবারে শ্রময়ী চট্টগ্রামকে দেখা গেল সৌরভ গাঙ্গুলীর সাথে।
শ্রীময়ীর জানিয়েছেন, লন্ডনের রাস্তায় নাকি তাঁর সাথে দেখা হয়ে যায় সৌরভ গাঙ্গুলীর। একসাথে কফি খেতেও যান তাঁরা। শ্রীময়ীর পরনে ছিল কালো রঙের ওভারকোট। সৌরভ পরেছিলেন নীল রঙের ওভারকোট। শ্রময়ী সৌরভ গাঙ্গুলীর সাথে অনেকগুলো ছবি তুলে সেগুলি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, তাঁর সাথে সৌরভ গাঙ্গুলীর হঠাৎই দেখা। তবে সোহম, শ্রময়ী চট্টরাজ বিশেষ দলের অন্তর্ভুক্ত হওয়ায় এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।