ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, তাঁর ফ্যান ফলোয়ার্স যেন বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। তেমনই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাঁকে নিয়ে সমালোচনা। এখানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) কথা বলা হয়েছে। রাজীব, কৃষ্ণ ভরদ্বাজ, রোশন তাঁর তিনজনের সাথে বিবাহ এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ। পুনরায় নতুন সম্পর্কে জড়িয়ে পড়া। এ যেন শ্রাবন্তী চ্যাটার্জীর জীবনে ঘটতেই থাকছে। ফলে প্রবলভাবে সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে। কখনো সাংবাদিকদের কাছে অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়, কখনো আবার স্যোশাল মিডিয়ায় (Social Media) তাঁকে নিয়ে চলে কাটাছেঁড়া।
শ্রাবন্তী চ্যাটার্জীর সর্বশেষ প্রাক্তন স্বামী রোশন সিং। বর্তমানে রোশন সিংয়ের সঙ্গে তাঁর ডিভোর্স মামলা চলছে। শোনা গেছে, শ্রাবন্তী লাখ লাখ টাকা অ্যালুমিনি চেয়েছেন রোশনের থেকে। রোশন সিংও শ্রাবন্তীর বিরুদ্ধে মিথ্যে নথি দায়ের করার মামলা রুজু করছেন। অভিযোগ এনেছেন। এই নিয়েই সমালোচনা চলছে শ্রাবন্তীকে নিয়ে। অপরদিকে শোনা গেছে, শ্রাবন্তী নাকি চতুর্থ প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।
View this post on Instagram
এবারে ফের আলোচনার কেন্দ্রে এলেন নায়িকা। এবারে অবশ্য কারণটা ভিন্ন। সম্প্রতি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে শ্রাবন্তীকে দেখা গিয়েছে, মাটি থেকে সামান্য উপরে মাথা নিচে ও পা উপরে করে দড়িতে ঝুলছেন অভিনেত্রী।পরণে কালো রঙের টি-শার্ট ও কালো-গোলাপি জেগিংস। আসলে এখন তিনি রীতিমতো জিমে যাচ্ছেন। ক্যালিসথেনিক প্র্যাকটিস করছেন। এটি এমন এক ধরনের ওয়ার্কআউট, যার দ্বারা শরীরের বিভিন্ন সমস্যার সমাধান হয়। তাই এমনভাবে পা উপরে দিয়ে মাথা নিচে যোগাভ্যাস করছেন। আর সেই ছবিই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।