‘আমি নরকে থেকেও একজন স্বর্গের পরী’, নিজের রূপ নিয়ে গর্বিত শ্রাবন্তী

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তিনি নিজ প্রতিভায় অগণিত মানুষের মন দখল করে নিয়েছেন। তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bengali film industry)যুক্ত হওয়ার শুরু থেকেই তিনি বেশ জনপ্রিয়।

শ্রাবন্তীর অনুগামীর সংখ্যা প্রচুর। তাঁর অনুগামীরা তাঁর বিষয়ে আগ্রহী বরাবর। তিনিও স্যোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ।তিনি নিজেও যেমন বিভিন্ন পোস্ট করেন তেমনি তাঁকে নিয়ে নানা ধরনের পোস্ট ঘুরে বেড়ায় স্যোশাল মিডিয়াতে।শ্রাবন্তী চ্যাটার্জী কখন কোথায় যাচ্ছেন স্যুটিং করতে ইত্যাদি তাঁর ভক্তদের আগ্রহের বিষয়।

View this post on Instagram

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ রঙীন অবতারে ধরা দিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জীর। তিনি ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে তাঁকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে। তিনি ডিপ নেক ব্রালেটের সঙ্গে সিলভার রংয়ের ঝলমলে পার্টি ব্লেজার পরেছেন। ছবিটিতে তাঁর পার্টি লুক দেখে মুগ্ধ নেটিজনরা। তবে তিনি ছবিটির ক্যাপশনে লিখেছেন “ইনিই হলেন এমন একজন মহিলা, যিনি নরকের মধ্যে হেঁটেও স্বর্গপরী হয়ে বেঁচে থাকেন।”

ছবিটি এমনিতেই স্যোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তবে ছবিটির ক্যাপশন কতটা তাৎপর্যপূ্র্ণ তা জানা যায়নি। তবে শ্রাবন্তী চ্যাটার্জীর এই বোল্ড লুকের ছবি দেখে নেটিজনরা মুগ্ধ হয়েছেন। ছবিটির কমেন্ট বক্স ভরে গেছে বিভিন্ন ধরনের কমেন্টে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker