পরীক্ষায় প্রশ্ন ছিল বিয়ে কি? ছাত্রের উত্তর দেখলে চোখ কপালে উঠবে আপনার!

সোশ্যাল মিডিয়া (Social media) বিনোদনের (Entertainment) একটি অন্যতম মাধ্যম। আমাদের চারপাশের ঘটে যাওয়া নানা ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। অনেক ঘটনা আমাদের ভীষণ অবাক করে। আবার অনেক ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির পরিবেশ সৃষ্টি করে। সম্প্রতি একটি ঘটনা সম্পর্কে জানা গেছে সোশ্যাল মিডিয়া থেকে। যেটি আপনাদের অবাক করবে।

সোশ্যাল মিডিয়াতে একটি উত্তরপত্র ভীষণ ভাইরাল হয়েছে। জানা যায় উত্তরপত্র টি তৃতীয় শ্রেণীর পড়ুয়ার। সোশ্যাল সাইন্স (Social Science) এর প্রশ্ন বিয়ে কি এর উত্তর দিয়েছে সেই ছাত্রটি। তবে সেই ছাত্র উত্তরে যা লিখেছে তা সকলকে অবাক করে দিয়েছে। শিক্ষক তার উত্তর দেখে তাকে দশের মধ্যে শূন্য দিয়েছে এবং খাতায় ননসেন্স (Nonsense) লিখে দিয়েছে।

বিয়ে কি এর উত্তরে সেই পড়ুয়া লিখেছে যে যখন কোন মেয়েকে তার বাবা মা বলে যে তুমি বড় হয়ে গেছ এবং আমরা আর খাওয়াতে পারব না, তুমি কাউকে খুঁজো যে তোমাকে খাওয়াতে পারবে সেই অবস্থায় মেয়েটির একটি ছেলের সঙ্গে দেখা হয়। যার বাবা মাও তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তখনই বিয়ে হয়।

এছাড়াও সে লিখেছে যে এই ছেলে ও মেয়ে দুজনেই একে অপরকে পরীক্ষা করে এবং একে অপরের সঙ্গে যখন থাকতে রাজি হয় তখন বিয়ে হয়। এরপর তারা সন্তান পাওয়ার জন্য উল্টোপাল্টা কাজ করে। প্রশ্নের উত্তরটি ভীষণ ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার অনেকেই পড়ুয়াটির হয়ে কথা বলেছে। আবার অনেকেই হাহা রিয়াকট (Haha React) দিয়েছে। সব মিলিয়ে এটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker