ঐন্দ্রিলার সাথেই থেমেছে সব্যসাচীর কলম, প্রিয়তমার মৃত্যুর পর বড়ো পদক্ষেপ নিলেন অভিনেতা

বর্তমান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) কথা সকলেই জানেন। গত রবিবার প্রয়াত হয়েছেন তিনি। দুবার ক্যানসার (Cancer) জয় করেছিলেন এই অভিনেত্রী। ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তার জটিলতা ক্রমশ বাড়তে থাকে। অবশেষে গত রবিবার জীবনযুদ্ধে পরাজিত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন এই অভিনেত্রী।

তিনি প্রয়াত হওয়ার পর ভেঙে পড়েছেন তার পরিবার তথা তার প্রেমিক এবং বন্ধু মহল ভেঙে পড়েছেন তার অনুগামীরাও। তিনি মারা যাবার আগের দিনই তার প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ঐন্দ্রিলা শর্মার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত আপডেট (Update) ডিলিট করে দেন। এরপর ঐন্দ্রিলা শর্মা মারা যাওয়ার পরেই সব্যসাচী চৌধুরী ফেসবুকে তার একাউন্টও ডিলিট করে দেন। এরপরে ইনস্টাগ্রামেও (Instagram) তিনি তার একাউন্ট ডিলিট করে দেন। যদিও ইনস্টাগ্রামে খুব একটা এক্টিভ থাকতেন না সব্যসাচী চৌধুরী। তবুও তিনি সেই একাউন্ট সরিয়ে নেন।

তাদের দুজনের বন্ধু সৌরভ দাস (Sourav Das) জানিয়েছেন যে ঐন্দ্রিলা মারা যাওয়ার পরে থেমে গেছে সব্যসাচীর কলম। ঐন্দ্রিলার অনুপ্রেরণাতে সব্যসাচী লেখালেখি শুরু করেছিলেন প্রকাশ পেয়েছিল তার একটি বইও। ঐন্দ্রিলা শর্মার সমস্ত আপডেটও তিনি তার লেখনীর মাধ্যমে সকলকে জানাতেন। তার লেখালেখি প্রত্যেকে বেশ পছন্দ করতেন। কিন্তু যার অনুপ্রেরণায় এই লেখালেখি শুরু করলেন যখন সেই মানুষটাই নেই তখন নিজের কলম কেউ থামিয়ে দিলেন তিনি।

সব্যসাচী চৌধুরী এখন কেমন আছেন সেটি জানার জন্য সকলের ভীষণ উদগ্রীব হয়ে রয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধন থেকে মুক্ত করেছেন সব্যসাচী চৌধুরী নিজেকে। ফলে তিনি যে কেমন আছেন সেটি কিছুটা হলেও আন্দাজ করা যায়।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker