বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে থেকে কোনো গড ফাদার বা গড মাদার না থাকা সত্ত্বেও যারা নিজ দক্ষতায় নাম করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে স্ট্রাগল করে এমন জায়গায় পৌঁছেছেন যে এখন তাঁকে চেনে না এমন কোনো বাঙালি নেই। অনেক ছোট বয়স থেকেই তার অভিনয় জগতে পদার্পণ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলাদা স্হান দখল করে নিয়েছেন তিনি।
নেটিজেনরা তাকে নিয়ে খুব ই আগ্রহী। তাই শ্রাবন্তী চ্যাটার্জীর অভিনয় জগতের খবর থেকে শুরু করে শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষ জানতে আগ্রহী সবসময়। শ্রাবন্তীর দু’বার বিবাহ বিচ্ছেদের পরে তিনি তৃতীয়বার বিয়ে করেন রোশন সিং (Roshan Singh) নামক এক ব্যবসায়ীকে। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। বরং সেটি ডিভোর্স পর্যন্ত গড়ায়। তবে এবারে সেই শ্রাবন্তীর বিরুদ্ধে আদালতে কেস করলেন তাঁর স্বামী রোশন সিং।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় সর্বদা সত্যি কথা বলতে হয়। কিন্তু যদি কেউ মিথ্যা বয়ান দেয়, তাহলে তার বিরুদ্ধে কেস করে দেওয়া হয়। যেমনটা করেছেন রোশন সিং। রোশন এবং শ্রাবন্তীর ডিভোর্স কেস চলাকালীন শ্রাবন্তী রোশনের কাছে খোরপোষ দাবি করেন। কিন্তু সেই সময় থেকেই শ্রাবন্তী নিজের সম্পত্তি নিয়ে কোর্টের কাছে মিথ্যা তথ্য দেন। ফলে CRPC 340 ধারায় রোশন সিংয়ের উকিল মামলা দায়ের করেছেন। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিষয়টি ইতিমধ্যে চর্চায় এসেছে স্যোশাল মিডিয়ায়।