অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!

Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!

গত ৬ ই নভেম্বর রনবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) সন্তান ভূমিষ্ঠ হয়। রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানির মাধ্যমে প্রথম সাংবাদিকদের খবর দেওয়া হয়। মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালেই সন্তানের জন্ম দিয়েছিলেন আলিয়া। বর্তমানে এই ছোট্ট সন্তানকে নিয়ে ব্যস্ত রণবীর, আলিয়া সহ দুজনের পরিবারের সকলেই। মেয়ের জন্মের আগে থেকেই আলিয়া ঠিক করে রেখেছিলেন মেয়ের কি নাম দেবেন। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যদি তাঁর মেয়ে হয়, তাহলে তিনি নাম রাখবেন আয়রা। এই নামের অর্থ হল পবিত্র। কিন্তু আয়রা নাম না রেখে অন্য নাম রাখা হয় আলিয়া-রণবীরের কন্যার।

Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!

চলতি বছরের ১৪ ই এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই অভিনেত্রী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রেগন্যান্সি (Pregnancy) অর্থাৎ গর্ভাবস্থার খবর জানিয়েছিলেন। আলিয়ার মাতৃত্বের সংবাদের পর থেকেই রণবীর আলিয়ার অনুরাগীরা দিন গুনছেন সুখবর পাওয়ায়। তেমনই কাপুর পরিবারেও তোড়জোড় শুরু হয়ে গেছিল। আলিয়ার শেষ পর্যায়ের সাধের অনুষ্ঠানেও ছিল ঝাঁকঝমকের ছোঁয়া। এমনকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়েও রণবীর-আলিয়ার পাশে ছিলেন পুরো কাপুর পরিবার।

Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!

Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!

সন্তান জন্মের কয়েকদিন পরে ইনস্টাগ্রামে একটি ছবি দেখতে পাওয়া যায়। যে ছবিতে দেখা গেছিল রণবীরের কোলে শুয়ে আছেন ছোট্ট কন্যা সন্তান আর পাশে আলিয়া মেয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আলিয়া জানিয়েছিলেন, তাঁদের সন্তানের নাম রাখা হয়েছে ‘রাহা’। এই রাহা নামটি রণবীর কাপুরের দেওয়া। সংস্কৃত ভাষায় এই শব্দের অর্থ বংশ। বাংলায় এই শব্দের অর্থ স্বস্তি। আরবিতে এই শব্দের অর্থ শান্তি। ফলে নামটি যে অর্থবহ তা বোঝাই যাচ্ছে।

Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!
Glezpht, , অবাঙালি হয়েও বাংলা শব্দেই মেয়ের নাম রাখলেন রণবীর-আলিয়া!