নতুন দুর্দান্ত স্কিম আনলো পোস্ট অফিস! মাত্র ৫০ টাকা বিনিয়োগ করেই পেয়ে যান ৩০ লক্ষ টাকা

এখনকার দিনে সঞ্চয় করা আবশ্যিক। তবে শুধু সঞ্চয় নয়, যেখানে সঞ্চয় করছেন সেখান থেকে সঞ্চিত অর্থের সাথে ভালো সুদ সমেত রিটার্ন পাওয়াও জরুরি। তেমনই একটি স্কিম এনেছে পোস্ট অফিস ( Post office)। ভারতের সর্বত্র রয়েছে পোষ্ট অফিস রয়েছে। সারা ভারতের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে উন্নত এলাকা সব জায়গায় রয়েছে পোষ্ট অফিসের সুবিধা। পোষ্ট অফিসের প্রধান কাজ হল চিঠি দেওয়া নেওয়া।

তবে শুধু চিঠি দেওয়া নেওয়ার কাজ করে না এই পোষ্ট অফিস। এখানে বিভিন্ন লোকজন তাদের টাকা জমা রাখেন। ব্যাঙ্কের মতো পোষ্ট অফিস এই ধরনের পরিষেবা দিয়ে থাকে। এখানে অ্যাকাউন্ট ( Account) খোলা যায়, সুদ দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ। শুধু তাই নয় পোস্ট অফিসে রয়েছে বিভিন্ন ধরনের স্কিম ( Scheme)।

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে একটি স্কিম হল গ্রাম সুরক্ষা যোজনা ( Gram Suraksha Scheme) । এটি শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষদের জন্য। এই স্কিমের কথা অনেকদিন আগেই ঘোষণা করা হয়েছিল। ১৯৯৫ সালে প্রথম গ্রামের মানুষদের জন্য এই স্কিম চালু হয়। বর্তমানেও এই স্কিম চালু রয়েছে। তবে এই স্কিম শুধুমাত্র গ্রামবাসীদের জন্য। এই স্কিমের ব্যাপারে জেনে নিন তাহলে।

এই স্কিম বা প্রকল্পে মাসে যদি ৫০ টাকা করে রাখা হয়, তাহলে ম্যাচুরিটির সময় ৩৫ লক্ষ টাকা পাবেন। সাধারণ মানুষেরা অল্প বিনিয়োগ করে প্রচুর টাকা পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। তাই এটি একটি লাভজনক প্রকল্প।

এখানে রোজ 100 টাকা করে মাসে 3000 টাকা রাখলে বছরের শেষের 36 হাজার টাকা হয়। এই স্কিমে সুদের পরিমাণ 7.6%। তাই 21 বছর পর পাওয়া যাবে 15 লাখ 22 হাজার 221 টাকা। তবে এই বইটি চালু রাখতে 250 টাকা নূন্যতম দিয়ে বইটি খোলা যাবে আর সর্বাধিক 1.5 লাখ টাকা রাখা যাবে এখানে।

কিভাবে ৩১ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে? ধরে নিন যে কেউ ১৯ বছর বয়স থেকে মাসে ১৫১৫ টাকা করে বিনিয়োগ করলো। এইভাবে সেই ব্যক্তির বয়স যখন ৫৫ বছর হবে, তখন সেই ব্যক্তি প্রায় ৩১.৬০ লক্ষ টাকা পেয়ে যাবেন। এমনকি এর থেকে কম সময়ের জন্যও বিনিয়োগ করা যায়, সেক্ষেত্রেও বিরাট অঙ্কের টাকাই পাবেন সেই ব্যক্তি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker