হুবহু মানুষের মতন ছোট্ট টিয়া পাখিকে কথা শিখাচ্ছে মা টিয়া, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়। মানুষের ভিডিও থেকে শুরু করে পশু পাখির বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এই নেট দুনিয়ায়। আর সেগুলো আমরা ঘরে বসেই উপভোগ করে থাকি। একটা ছোট্ট ফোন আমাদের ঘুরিয়ে দিচ্ছে গোটা বিশ্ব। কোথায় কি ঘটছে, কোথায় নতুন কিছুর সন্ধান পাওয়া গিয়েছে, কোথায় নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে, সব কিছুই আমরা জানতে পারছি ইন্টারনেটের মাধ্যমে।

আজকাল পশু পাখির ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। যেটি সাধারণ মানুষের কাছে খুবই আনন্দদায়ক হয়ে ওঠে। পাখি বলতে যেসব পাখি কথা বলতে পারে (যেমন টিয়া, ময়না, কাকাতুয়া) সেইসব পাখির ভিডিও ভাইরাল হয় খুবই দ্রুত। প্রায়শই টিয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। কখনো দেখা যাচ্ছে মা টিয়া তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে মানুষের মতো গলার স্বর নকল করছে।

কিন্তু এই ভিডিওটি অন্য সব কিছুর থেকে একেবারেই আলাদা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, অবিকল মানুষের মতো একটি মা টিয়া তার সন্তানকে কথা শেখানোর চেষ্টা করছে। ভিডিওটি তে অনেক টিয়া পাখি দেখতে পাওয়া গেলেও মানুষের নজর কেড়েছে এই মা টিয়া টি। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে parrot paradise নামক একটি ইউটিউব চ্যানেল থেকে, যেখানে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষের কাছে এই ভিডিওটি পছন্দের হয়ে উঠেছে। আপনিও চাইলে ভিডিওটি একবার দেখতে পারেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker