Entertainment

সৌন্দর্য্যে বলিউড নায়িকাদের হার মানাবে নুসরাত জাহান, রইল ছবি

নুসরাত জাহান বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। বর্তমান তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য।তার প্রথম অভিনীত চলচ্চিত্র শত্রু ।চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন।অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়।১৯৯০ সালের ৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি ‘বাঙালি মু-স-লিম’ পরিবারে জন্মগ্রহণ করেন।

তার বাবার নাম ‘শাহজাহান’ এবং মায়ে নাম ‘সুষমা খাতুন’। নুসরাত জাহান ‘আওয়ার লেডি কুইন অফ মিশন স্কুল’ থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন এবং পরে তিনি বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে মডেলিং-এর মাধ্যমে তিনি তার কেরিয়ার শুরু করেন। ঐ সালে আয়োজিত ফেয়ার ওয়ান কন্টেস্টে তিনি বিজয়ী হন এবং মিস কলকাতা অ্যাওয়ার্ড লাভ করেন।

তারপর বাংলা সিনেমাতেও খ্যাতি আসে তার।দ্বিতীয় সিনেমা খোকা ৪২০ তে তিনি দেবের বিপরীতে অভিনয় করার পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।তিনি বাংলার নামি নায়কদের সাথে কাজ করেছেন যেমন জিৎ, দেব, প্রসেনজিৎ, আবির, অঙ্কুশ, যশ প্রমুখ।

তিনি অনেক সুপারহি-ট সিনেমাতে অভিনয় করেছেন যেমন অসুর, জুলফিকার, খোকা ৪২০, ডিকশনারি, ক্রিসক্রস, হর হর ব্যোমকেশ, ইত্যাদি।১৯ জুন ২০১৯ এ তার প্রেমিক বিসনেসম্যান নিখিল জৈন কে টার্কিতে বিয়ে করেন টার্কিশ ম্যারেজ রেগুলেশন অনুযায়ী ।

২০২১ সালের জুন মাসে নুসরাত তাদের বিয়ের সম্পর্ক ভেঙে নিখিল জৈনের সাথে আলাদা হয়ে যায়। নুসরাত জানান তাঁদের বিয়ে বৈধ নয়।বিদেশী মাটিতে হওয়া, তুর্কি বিবাহের নিয়মানুযায়ী, বিয়েটি ভারতে অবৈধ। এরপর তিনি অভিনেতা যশ দাসগুপ্তার সঙ্গে অবৈধ সম্পর্কে আবদ্ধ হন ।এখনো তারা অফিসিয়ালি বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়নি। তবে ২৬ শে আগস্ট সে প্রথম পুত্র সন্তান জন্ম দেন । তার নাম যিশান।

Related Articles

Back to top button