দুর্দান্ত বেলি ড্যান্স করে তাক লাগালো ৯ সুন্দরী যুবতী, ভিডিও দেখে নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বেশ কিছুবছর আগেও শিল্পে এতো চাহিদা ছিল না, বর্তমানে যা চাহিদা রয়েছে। শিল্প নিয়ে চারিদিকে বিভিন্ন রকম গবেষণা, চর্চা চলছে বর্তমানে। শিল্প এখন আর শুধু মনোরঞ্জনের মাধ্যম নয়। এটি এখন শিক্ষারও অন্তুর্ভুক্ত হয়েছে। শিল্পকে বিষয়ভিত্তিক শিক্ষা হিসেবে পড়ানো হয়। শিল্পের মধ্যে নাচ নিয়ে এখন যথেষ্ট চর্চা চলছে।

এখন যেমন ভারতীয় নৃত্যশৈলী নিয়ে চর্চা করা হয়, তেমনই ভারতের বাইরের বিভিন্ন নৃত্যশৈলী নিয়েও চর্চা করা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নৃত্যশৈলী রয়েছে। ওয়েস্টার্ন নৃত্যশৈলীগুলোও খুব জনপ্রিয়। ওয়েস্টার্ন নৃত্যশৈলীগুলোর মধ্যে অন্যতম হলো সালসা, হিপহপ, বেলি ডান্স প্রভৃতি। এইসব নৃত্য পরিবেশন করে বহু মানুষ জীবিকা অর্জন করে থাকেন ও জনপ্রিয় হন।

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি নাচের ভিডিও, যেখানে চার সুন্দরী বেলি (Belly) ডান্স পরিবেশনের মাধ্যমে মন জয় করে নিয়েছে নেটিজনদের। চারজনের মধ্যে তিনজন লাল রঙের ড্রেস এবং একজন সি-গ্রিন রঙের ড্রেস রঙ পরেছে। তারা এইভাবেই রঙ-বেরঙের পোষাক পরে তারা গানের সাথে অসাধারণ নৃত্য পরিবেশন করেছেন, যা শুধু প্রশংসিত হয়নি বরং এই নৃত্য পরিবেশন অবাক করে দিয়েছে নেটিজনদের। ‘Trang Selena’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট হয়েছে এই নাচের ভিডিও।

বেলি ডান্স একটি ওয়েস্টার্ন ডান্স। এই নাচ করতে গিয়ে হিমশিম খেতে হয় তাবড় তাবড় শিল্পীদের। কারণ এখানে শরীরের ব্যালেন্স ও এক্সপ্রেশনের ব্যালেন্স সমানভাবে রাখতে হয়। আর এই দুইয়ের কোনো একটির অভাব থাকলে নাচটি নিষ্প্রাণ হয়ে যায়। তবে এই চার সুন্দরী মিলে সাবলীলভাবে নৃত্য পরিবেশন করেছেন। আর নাচের স্টেপ এবং এক্সপ্রেশনের ব্যালেন্সের মাধ্যমে নৃত্য পরিবেশনটিকে জীবন্ত করে তুলেছেন।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker