পেট্রোল-ডিজেলের চিন্তা ছেড়ে বাড়ি আনুন Hero এর ই-স্কুটার, দাম সাধ্যের মধ্যে!

বর্তমানে পেট্রোল (Petrol) ও ডিজেলের মূল্য আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির ফলে ইলেকট্রিক স্কুটার ও বাইক এর বাজার রমরমা। অনেকেই ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) ও বাইক গুলি কিনতে চাইছেন। বর্তমানে এগুলির চাহিদা প্রচুর। কারণ রোজকার জীবনে চলতে যানবাহনের ভাড়া বাঁচানোর জন্য একটি বাইক বা স্কুটার খুবই প্রয়োজন।

তবে এবারে জানা গেল Hero এর দশম বর্ষপূর্তি উপলক্ষে বাজারে আসতে চলেছে একটি নতুন ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার এর টিজার ও মুক্তি পেয়ে গেছে। এর নাম Vida. Hero Motocorp-এর চেয়ারম্যান ও CEO Pawan Munjal এই স্কুটার এর কথা ঘোষণা করেছেন।

জানা যায় এই স্কুটার টি অনেক ভালো স্কুটার দেরও টেক্কা দিতে পারবে। এই স্কুটারের দাম ও খুব একটা বেশি হবেনা বলেই জানা গেছে। মধ্যবিত্তদের কথা ভেবেই এই স্কুটারটির পরিকল্পনা করা হয়েছে। এই স্কুটারটি বাজারে এলে মধ্যবিত্তদের অনেকটাই সুবিধা হবে। এছাড়াও জানা গেছে এই স্কুটারের নিরাপত্তার দিকেও বিশেষ খেয়াল রাখা হয়েছে।

তাই আপনি চাইলেই কিনে ফেলতে পারেন এই স্কুটার টি। এটি একবার কিনে ফেললে আর পেট্রোলের দাম নিয়ে কোনো সমস্যা হবে না। রোজকার জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker