৯ বছর থেকে শুরু সঙ্গীতের সফর, ৯০ বছরে এসেও গানের জগতের কিংবদন্তি শিল্পী, রইল আশা ভোঁসলের জীবনের অজানা তথ্য

ভারতীয় সংগীত শিল্পী দের মধ্যে একজন ভীষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী হলেন আশা ভোঁসলে ।তাকে চেনেন না এমন মানুষ বোধহয় পৃথিবী খুঁজলেও পাওয়া যাবেনা ।তার নাম শুনেছেন প্রত্যেকে ।প্রচুর মন কেড়ে নেওয়া গান তিনি গেয়েছেন । এই প্রতিবেদনের মূল বিষয় হল গত 8 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল ছিল এই মানুষটির 90 তম জন্মবার্ষিকী।

তার জীবন কাহিনী সম্পর্কে জানা যায় যে মাত্র 10 বছর বয়সেই সংগীতের সঙ্গে যুক্ত হন তিনি। ন বছর বয়সে তিনি তার বাবাকে হারান। যার ফলে গোটা পরিবার আর্থিক সংকটে পড়েন ।ফলে তার বোন কোকিলকণ্ঠী লতা মঙ্গেসকর গানের জগতে প্রবেশ করেন ।তবে আশা ও লতা দুই বোনেরই সংগীত জগতের হাতে খড়ি হয় তার বাবা দীননাথ মঙ্গেশকর এর হাত ধরে।

আশা ভোঁসলে তার ক্যারিয়ারে হিন্দি বাংলা তামিল তেলেগু সহ মোট 12 হাজারের বেশি গান গেয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবনের পথচলা খুব একটা সহজ ছিল না। মাত্র 16 বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি কিন্তু সেই বিবাহ টেকেনা। বিয়ের 11 বছর যেতে না যেতেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের ।

এরপর গানের জগতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব আর ডি বর্মনের সঙ্গে তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।কিন্তু এই বিয়ে বেশিদিন টেকেনা। তার কারণ আর ডি বর্মন এর মৃত্যু হয়। কিন্তু এই এত কিছু আশার গানের ক্যারিয়ারে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি ।একইরকমভাবে দর্শকদের ভীষণ ভালো ভালো গান উপহার দিয়েছেন তিনি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker