পরম স্নেহে নিজের সন্তানের মতো খুদে বাঁদরছানাকে আগলে রেখেছেন মহিলা, মুগ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া ( Social Media) বিনোদনের ( Entertainment) অন্যতম মাধ্যম । এই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও ভাইরাল হয় । এগুলি দেখতে দর্শকরা খুবই পছন্দ করেন । কোন কোন ভিডিও আমাদের মনে রাগের উদ্রেক করে আবার কোন কোন ভিডিও আমাদের মনে হাসির পরিবেশ সৃষ্টি করে । শুধু মানুষই নয় বিভিন্ন পশু পাখি সংক্রান্ত অনেক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভীষণ মিষ্টি একটি ভিডিও ভাইরাল ( Viral) হল। এক বাঁদর ছানার প্রতি একজন মহিলার স্নেহ প্রকাশিত হয়েছে সেই ভিডিওতে। তাদের দুজনের মধ্যে কতটা ভালো সম্পর্ক রয়েছে সেটিও বোঝা গেছে ভিডিওটিতে। ভিডিওটিতে দেখা গিয়েছে একজন মহিলা ভীষণ স্নেহ সহকারে স্নান করিয়ে দিচ্ছেন দুটি বাঁদরছানাকে। বাদর ছানা দুটিও মহিলাটির সান্নিধ্যে আনন্দ পেয়েছে। বাঁদর ছানা দুটিও মহিলা টিকে আঁকড়েও ধরছেন। আবার স্নান করিয়ে দেওয়ার পর ফিডিং বোতলে ( Feeding Bottle) করে মহিলাটি তাদেরকে দুধ খাইয়ে দিয়েছেন। এছাড়াও দেখা গেছে যে বাঁদর ছানা দুটি একে অপরের সঙ্গে খেলাতে মত্ত হয়েছে।

ভিডিওটি মুগ্ধ করে দিয়েছে নেটিজেনদের। ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে । প্রচুর লাইক কমেন্ট শেয়ার পড়েছে ভিডিওটিতে । বাদর ছানা টির প্রতি মহিলাটির মাতৃত্ব প্রকাশিত হয়েছে ভিডিওটিতে। মা ও সন্তান এর সুন্দর সম্পর্ক প্রকাশিত হয়েছে ভিডিওটিতে। সেটি বাঁদর ছানাটির প্রতি মহিলাটির ভালোবাসাও প্রকাশিত হয়েছে। নেটিজেনরা মহিলাটির খুবই প্রশংসা করেছেন। এভাবে একটি বাঁদর ছানাকে মাতৃত্ব স্নেহ ভরে আদর করতে খুব কমই দেখা গিয়েছে ।সব মিলিয়ে ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker