পশুদের নিয়ে নানারকম ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে বেশীরভাগই হয় মজার ভিডিও। কখনো দেখা যায় দুই কুকুর মিলে মারামারি করছে, আবার কখনো দেখা যায় বিড়ালের ছোট বাচ্চা মারামারি করছে, আবার কোন কোন সময় দেখা যায় কুকুর ও বিড়ালের মারামারি করছে।
আবার শিশু ও কোনো পশুর বন্ধুদের ভিডিও দেখা যায়। এমন নানা ধরনের পশুদের ভিডিও আজকাল যেন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড। যাদের বাড়িতে পশু রয়েছে তারা সব সময় চেষ্টা করেন তাদের পশুদের নানান মজার কীর্তিকলাপ রেকর্ড করে রাখতে বা ভিডিও করে রাখতে। পরে সেগুলিকে ফেসবুকে বা বা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। অনেকে আবার পশুদের নিয়ে নানারকম চ্যানেল খুলে থাকেন ও তাদের নিয়ে নানারকম ব্লগ বানিয়ে থাকেন।
মিডিয়াতে বানরের (Monkey) বিভিন্ন রকম ভিডিও দেখা যায়। কখনো দেখা যায় তারা গাছে বসে মারামারি করছে, আবার কখনো দেখা যায় কোন বাড়ি থেকে চুপিচুপি খাবার চুরি করে এনেছে। আবার কখনো দেখা যায় তারা খেলা দেখাচ্ছে। মাঝেমধ্যে দেখা যায় ছোট বাচ্চা ও হনুমানের সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এমন ধরনের বাঁদরের ভিডিও দেখে হেসেই খুন হন সবাই।
কিন্তু এবারে দেখা গেল একটি একেবারে অন্যরকম ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি পার্লারে গিয়ে রূপচর্চা করছে একটি বাঁদর। এমনকি সেই বাঁদর গলায় চাদর জড়িয়ে পার্লারের চেয়ারে বসে আছে। একেবারে মানুষের মতো বসে আছে সে। পার্লারের একজন সেই বাঁদরের চুল কেটে দিচ্ছেন। এই বিরল দৃশ্যটি দেখতে হাজির হয়েছেন প্রচুর মানুষ। ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন IPS অফিসার রূপিন শর্মা।
সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গা থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি বেশ উপভোগ করেছেন নেটিজনরা। ভিডিওটি দেখে হেসেই খুন হয়েছেন নেটিজেনরা।