বাংলা ধারাবাহিক গুলি দর্শকদের খুবই পছন্দের। সন্ধ্যা হলেই আমাদের মা কাকিমারা রিমোট হাতে এই ধারাবাহিক গুলি দেখতে বসে পড়েন । প্রথম যে সেরকম একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) এই ধারাবাহিক টি দর্শকরা ভীষণ পছন্দ করেন। যদিও কয়েক সপ্তাহ ধরে এই বেঙ্গল টপার (Bengal Topper) ধারাবাহিক মিঠাই এর টিআরপি (TRP) কিছুটা কম রয়েছে। তবে এবারে মিঠাই ফ্যান (Fan) দের চরম আগ্রহের সেই মুহূর্ত এসেছে।
বর্তমানে মিঠাইতে দেখা যাচ্ছিল যে মিঠাই সন্তান সম্ভবা। এমনই সময় গোপালের বনভোজনের উদ্দেশ্যে বাড়ির সকলের সঙ্গে যায় মিঠাই। সেখানে গিয়ে হঠাৎ করে মিঠাইয়ের পেইন ওঠে। সেখান থেকে মিঠাই কে হসপিটালে (Hospital) নিয়ে যাওয়া সম্ভব ছিলনা। তাই সেই অনুষ্ঠানে চারদিকে কাপড় টানিয়ে মিঠাই এর ডেলিভারি (Delivery) হয়। সেই বনভোজনে উপস্থিত এক মহিলা ডাক্তার (Lady Doctor) মিঠাই এর ডেলিভারি করেন।
এরপর দেখা যায় সেই খবর শুনে ভীষণ চিন্তিত হয়ে সিদ্ধার্থ (Siddhartha) সেখানে প্রবেশ করে এবং ডাক্তার সিদ্ধার্থের হাতে তার ছেলেকে তুলে দেয়। সেই ছেলেকে দেখে সিদ্ধার্থ ভীষণ খুশি হয়েছে। অবশেষে মিঠাইয়েরও জ্ঞান ফেরে। পুরো মোদক পরিবার (Modak Family) ভীষণ খুশি হয়। এমনটাই দেখানো হয়েছে এই ধারাবাহিকটিতে।
সবমিলিয়ে এই ধারাবাহিক এর এই অংশটি দর্শকরা খুবই পছন্দ করেছেন। এই দৃশ্য দেখার জন্যই দর্শকরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের অপেক্ষা সার্থক হয়েছে। যদিও এরপরেও এই ধারাবাহিককে টিআরপি খুব একটা বাড়েনি ।বর্তমানে অষ্টম স্থানে রয়েছে মিঠাই।