দীপাকে মা’রতে গিয়ে সূর্যর হাতে ধরা পড়লো মিশকা! ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে জমজমাট আগামী পর্ব

সন্ধ্যা হলেই মা কাকিমারা একের পর এক সিরিয়াল দেখতে বসে যান।এই দৃশ্য প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই দেখতে পাওয়া যায়।এরকমই সিরিয়ালের মধ্যে স্টার জলসা চ্যানেলেরএক অতি জনপ্রিয় সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকটির গল্পের মুখ্য চরিত্র দুটির নাম দীপা এবং সূর্য। সিরিয়ালে বর্তমানে তারা একে অপরের থেকে আলাদা হয়ে পড়েছে। তাদের দুই সন্তান থাকা সত্ত্বেও এখন সূর্যর মনে হচ্ছে শুধুমাত্র রুপা তাদের সন্তান।সিরিয়ালে দেখা যায় এখন সে কবীরকে দোষারোপ করতে থাকে কেন তার থেকে দীপাকে সে কেড়ে নিয়েছিল। যদিও কবীর বারংবার সূর্য কে জানায়, তার সাথে দীপার বিয়ে হয়নি।

এসবের মাঝেই ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়।মনের দুঃখে সূর্য ড্রিঙ্ক করে দীপার কাছে যায় এবং অচেতন হয়ে পড়ে। হঠাৎ করেই সেই ঘরে চলে আসে মিশকা। মিশকার প্ল্যান ছিল ঘরে থাকা দীপা এবং সোনাকে একসাথে মেরে দেওয়া।কিন্তু হঠাৎ করেই মিশকার সন্দেহ হয় যে, ঘরে দীপা ও সোনা ছাড়াও কেউ হয়তো আছে,যদিও সে সূর্যকে স্পষ্ট ভাবে দেখতে পায় না।মিশকা সূর্যকে না দেখতে পেলেও,সূর্য কিন্তু ঠিক মিশকাকে দেখে ফেলে এবং সে এও বুঝে নেয় যে দুটি গুন্ডা নিয়ে মিশকা তখন দীপার ঘরে ঢুকছিল। এর পরেই সোনা ও দীপাকে দেখতে পেয়ে মিশকা বলে, সোনা তোমার খুব কাছের তাই ওকেই আগে শেষ করবো। আরও বলে যে, “এতদিন ধরে এই ভাবেই তোমার ও সূর্যর মধ্যে যত ঝামেলার সৃষ্টি করেছি। এরপর তোমাকে মেরে সূর্যকে বিয়ে করবো”।

ব্যস মিশকার কথাগুলি সব শুনে শেষ পর্যন্ত সূর্যর কাছে সম্পূর্ন বিষয়টা পরিষ্কার হয়ে যায়,সে বুঝতে পারে সে দীপাকে ভুল বুঝেছিল। তখন সাথে সাথে মিশকার হাতটা সূর্য ধরে ফেলে। সূর্য বুঝতে পারে কবীর তাকে সত্যি কথাই বলেছিল যে,তার সাথে দীপার বিয়ে হয়নি। একইসাথে সে এও বুঝতে পারে যে,রুপা তার নিজের সন্তান কিন্তু তাহলে সোনা কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খেতে থাকে সূর্যের মাথায়। জমজমাট ধারাবাহিকের পরবর্তী পর্বের দিকে এখন তাকিয়ে দর্শকরা।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker