ছেলের সাথে মিষ্টি হাসিতে খুনসুটি করছে মধুবনি গোস্বামী, রইলো ছবি

টলিউডের ( Tollywood) জনপ্রিয় জুটি রাজা ও মধুবনীর জুটি। স্টার জলসায় ( Star Jalsha) ‘ভালোবাসা ডট কম’ ( Bhalobasha dot com) নামক একটি ধারাবাহিক হতো। সেই ধারাবাহিকে নায়ক এবং নায়িকার চরিত্রে অভিনয় করতেন রাজা গোস্বামী ( Raja Goswami) এবং মধুবনি গোস্বামী ( Madhubani Goswami)। এই ধারাবাহিক থেকেই জনপ্রিয় এই জুটি। এই ধারাবাহিকের জুটিই এখন বাস্তবের জনপ্রিয় জুটি। সবচেয়ে বড়ো কথা এই ধারাবাহিক থেকেই দুজনের ভালোবাসার পথচলা শুরু। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কয়েক মাস আগে তাদের একজন পুত্র সন্তান জন্মেছে, যার নাম কেশব ( Keshab) ।

বর্তমানে রাজা গোস্বামীকে ধারাবাহিকে দেখা যাচ্ছে। তবে মধুবনি গোস্বামী এখন ছেলেকে নিয়ে ব্যস্ত। এছাড়াও রয়েছে তার নিজের পার্লারের কাজ। তবে দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ। মাঝেমধ্যেই দুজন বিভিন্ন ধরনের ব্লগ করেন ইউটিউবে। এর এই ব্লগগুলি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়।

রাজা এবং মধুবনীকে ইউটিউব ব্লগে বিভিন্ন ধরনের ঘটনা ভাগ করে নিতে দেখা যায়। তারা তাদের জীবনের প্রত্যেক দিনের নানান ঘটনা ফুটিয়ে তোলেন ব্লগের মাধ্যমে। সম্প্রতি একটি ব্লগ ভিডিওতে রাজা এবং মধুবনী ছেলের সাথে আনন্দে, খুনসুটিতে মাতলেন। তাদের আনন্দগুলো তারা ভাগ করলেন নেটিজনদের সাথে।

View this post on Instagram

A post shared by Madhubani Goswami (@madhubani.goswami)

এই ব্লগের ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন। একইসাথে রাজা, মধুবনী এবং তাদের ছোট্ট সন্তান কেশবের জন্য নেটিজনদের তরফে এসেছে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker