গাছ লাগাতে অনেকেই ভালোবাসেন। কেউ কেউ ভালবাসেন ফুলের গাছ লাগাতে, আবার কেউ কেউ চান ফল বা সবজির গাছ লাগাতে। লেবু (Lemon) আমাদের অতি প্রয়োজনীয় একটি জিনিস। এর উপকারিতা প্রচুর। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি (Vitamin C) । যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রূপচর্চাতেও লেবুর প্রয়োজনীয়তা অনেক। অনেকের বাড়িতেই লেবু গাছে থাকে। তবে এবারে আপনি টমেটো (Tomato) দিয়ে লাগিয়ে নিতে পারবেন লেবু গাছ। জেনে নেওয়া যাক বিশদ পদ্ধতি।
প্রথমে লেবু গাছের কিছুটা ডাল কেটে নিতে হবে। এরপর একটি টমেটো কে সামনের দিক থেকে কিছুটা কেটে নিয়ে মাঝখানের অংশ কিছুটা ছিদ্র করে সেই ডালের একটা দিক টমেটোর মধ্যে আটকে দিতে হবে। এরপরে একটি ছিদ্রযুক্ত টবের মধ্যে খোলামকুচি চাপা দিয়ে তার মধ্যে বালি ভরে দিতে হবে। এরপর বালির মধ্যে টমেটো রোপন করে জল দিয়ে টমেটো টি পুঁতে দিতে হবে।
এরপর একটি বোতলের তলার দিকের কিছুটা অংশ কেটে ওপরের অংশটি লেবু গাছের ডালের উপর থেকে নিচ পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। এভাবে একমাস পর দেখা যাবে লেবু গাছে ডালটির মধ্যে নতুন পাতা গজিয়েছে। এছাড়াও ডালটিতে নতুন শিকড় দেখতে পাওয়া যাবে এবং সেটি একটি বড় টবের মধ্যে পুঁতে দিলে সেখান থেকে লেবু ফলতে শুরু করবে।