এইভাবে চাষ করুন আম, গাছে ১২ মাস ফল ভরে থাকবে, শিখে নিন পদ্ধতি

গাছ লাগাতে অনেকেই ভীষণ ভালোবাসেন। কেউ কেউ চান ফুলের গাছ লাগাতে আবার কেউ কেউ ভালোবাসেন ফল বা সবজির গাছ লাগাতে। আম আমাদের অতি পরিচিত একটি ফল। আম খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা কম। গ্রীষ্মকালীন ফলের মধ্যে আম অন্যতম। কাঁচা হোক বা পাকা আম সকলের প্রিয়। আপনার বাড়িতেই যদি থাকে আম গাছে তবে কেমন হয়!

অনেকক্ষেত্রে দেখা যায় বাড়ির আমগাছে ভালো ফলন হয়না। অনেকেই চারাগাছ দিয়ে আম গাছ লাগান। তবে আম দিয়েই আম গাছ (Mango Tree) লাগানোর একটি পদ্ধতি রয়েছে। দেখে নেওয়া যাক সেটি কী। প্রথমে একটি পরিপক্ক আম (Mango) নিতে হবে। এরপর তার গোড়ায় একটি ডালের মধ্যে টুথপেস্ট (Toothpaste) ও পেঁয়াজের রস লাগিয়ে নিতে হবে। এরপর একটি তবে বালি দিয়ে তার মধ্যে একটি গোটা পেয়াজ (Onion) , নারকেলের ছোবড়া ও রুট স্টিমুলেটিং হরমোন (Root Stimulating Hormone) দিতে হবে। এরপর আম টি পুঁতে দিতে হবে। টবটি প্লাস্টিকে মুড়ে রাখতে হবে।

এরপর প্রায় 40 দিন পর দেখা যাবে আমটি পচে গেছে এবং শিকড় বেরিয়েছে। এরপর একটি টবে মাটি নিয়ে এলোভেরা পাতা, কলা গাছের কান্ড, ওই মূল যুক্ত আমের অংশ কুচি কুচি করে কেটে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর তার ওপর পচা ভাত এবং গোবর মেশাতে হবে। এরপর কান্ডযুক্ত আমটিকে পুঁতে দিতে হবে। 4 মাস পর দেখা যাবে সেখান থেকে গাছ বেরিয়েছে। উপযুক্ত সার ও জল দিয়ে সেটির পরিচর্যা করলে সেই গাছে আম ফলবে।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker