৪৮ বছর বয়সে এসেও হটনেসে টেক্কা দিচ্ছেন যুবতীদের, ফাঁস হল ঐশ্বর্যর স্কিন কেয়ার রুটিন

বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তে সবচেয়ে সেরা সুন্দরী নায়িকা দের মধ্যে একজন। তিনি হিন্দি ছবির পাশাপাশি তামিল ও বাংলা ফিল্ম এও কাজ করেছেন। এই নায়িকার সুনাম জগৎ খ্যাত।

ক্যারিয়ার শুরুর থেকে আজ ও অবধি রূপের জাদুতে তিনি সবাইকে তাক লাগিয়ে রাখেন। ৯০ এর দশকের সেরা সুন্দরী নায়িকা তিনি। মা হওয়ার পর ও ৪৮ এ এসেও তিনি একই রকম রয়েছেন। কিছু বছর আগে একটি সংবাদ মাধ্যম কে তিনি জানান, তিনি নাকি বাজারের চলতি প্রসাধনী জিনিস ব্যাবহার ই করেন না। সবই ঘরোয়া জিনিস ব্যাবহার করেন নিজের রূপচর্চা এর জন্যে।

তিনি যে ঘরোয়া উপায়ে নিজের ত্বক এর খেয়াল রাখেন তার জন্য প্রথমে প্রয়োজন একটি ফেস প্যাকের। তিনি সাধারণত তিন ধরনের ফেস প্যাক ব্যাবহার করে থাকেন। এগুলো বানানোর পদ্ধতি জেনে নিন।

১. একটি পাত্রে এক টেবিল চামচ আলুর রস ও ১ টেবিল চামচ শসার রস নিয়ে তাতে ১.৫ চামচ মুলতানি মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ফেসপ্যাক।

২. একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ শসার রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ফেসপ্যাক টি তৈরি হয়ে যাবে।

৩. তৃতীয় ফেস প্যাক টি বানানোর জন্য একটি পাত্রে তিন টেবিল চামচ গ্রেড করা শসা নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ টক দই ও ১/২ টেবিল চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ফেস প্যাক টি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker