‘বিয়ের সাত মাসেই বাচ্চার মা’, আলিয়ার মা হওয়া নিয়ে নোংরা ইঙ্গিত করে কটাক্ষ KRK-এর

মা হলেন আলিয়া ভাট। রবিবার দুপুর 12 টা 40 মিনিটে জন্ম দিলেন একটি ফুটফুটে কন্যা সন্তানের। মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তান প্রসব করেছেন তিনি। খবর প্রকাশ্যে আসার পর থেকেই উৎসব মুখর পরিবেশ বলিউডে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এমন এক খুশির মুহূর্তে কে আর কে -এর করা একটি টুইট সমস্ত মজা আনন্দ কে মাটি করে দিয়েছে।

এই খুশির খবর রবিবারে সবার প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। এরপরই সন্তানের আগমনের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন আলিয়া। উক্ত পোস্টের কমেন্টে বহু অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন। এইসব কিছুর মধ্যে চোখে পড়ছে কে আর কে -এর আলিয়া ভাট ও রণবীর কাপুরকে করা কটাক্ষ।

এই কটাক্ষ করেছেন স্বঘোষিত ফিল্ম ক্রিটিক কমল রশিদ খান তথা কে আর কে। বলিউডের সাথে তার সম্পর্ক কখনই ভালো ছিল না। নিজে অভিনয় না পারলেও অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় নিয়ে নেগেটিভ মন্তব্য করার আগে দু-বার ভাবেন না। কিছুদিন আগেই রণবীর কাপুর অভিনীত ‘শামশেরৃ’ ও ‘ব্রহ্মাস্ত্র’ কে চরম কটাক্ষ করেছেন তিনি। আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই’ ও বাঁচেনি তার রিভিউ থেকে।

এবার রণবীর কাপুর ও আলিয়া ভাটকে শুভেচ্ছা জানানোর ছলেও কটাক্ষ করলেন কে আর কে। কে আর কে টুইট করে লেখেন, “রণবীর কাপুর ও আলিয়া ভাটকে শুভেচ্ছা, সাত মাসের মধ্যে সুন্দর কন্যা সন্তানের মা বাবা হওয়ার জন্য।” তার এই টুইট থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে কোনদিকে ইঙ্গিত দিতে চেয়েছেন তিনি।

তিনি ভেবেছিলেন এই বক্তব্যের সমর্থন করবেন অনেকেই। কিন্তু তা হয়নি। উল্টে তাকেই ট্রোল করা হয়েছে এমন মন্তব্যের জন্য। পরে তিনি কথা ঘোরাতে চাইলেও তা খুব একটা কাজে লাগেনি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker