খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এখন ছোটো থেকে বড়ো প্রতিটি মানুষের হাতেই আছে কমপক্ষে একটি করে স্মার্টফোন (Smartphone) দেখতে পাওয়া যায়-ই। আর এই স্মার্টফোনেই লুকিয়ে আছে গোটা জগৎ অর্থাৎ সোশ্যাল মিডিয়া (Social media)। বর্তমান সময়ে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই যুগটাকে সোশ্যাল মিডিয়ার যুগ বললেও ভুল কিছু হবে না।

Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এখন সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। যেমন- সাজ সরঞ্জামের জিনিস, পড়াশোনার সামগ্রী, নিত্যনৈমিত্তিক ব্যবহারের সব জিনিস, খাবার দাবার ইত্যাদি। সোশ্যাল মিডিয়া বলতে মূলত ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক কেই বোঝানো হয়। নিত্যদিন এত পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের অলস সময় কাটান যে কোনো না কোনো ভিডিও, ছবি, খবর প্রতিদিন ভাইরাল হতেই থাকে। 30 শে জুন, বৃহস্পতিবার ছিল সেই সোশ্যাল মিডিয়ারই দিন। অর্থাৎ বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস। এই দিন টলিউডের বিখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) ব্যক্তিগত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।

Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

প্রশ্ন: কোয়েলের ফেভারিট সোশ্যাল সাইট? কোয়েল: এখন ইন্সটাগ্রাম।

প্রশ্ন: প্রথম কী ট্যুইট করেছিলেন? কোয়েল: 2011 সালে পাগলুর শুটিংয়ের সময় আমার কনজাংটিভাইটিস হয়েছিল খুব। আমি ভেবেছিলাম সেটাই আমি প্রথম ট্যুইট করব।

প্রশ্ন: কেন জয়েন করেছিলেন সোশ্যাল মিডিয়া? কোয়েল: কারণ আমি সবার সাথে যোগাযোগ রাখতে চাই। আর এর চেয়ে যোগাযোগের ভালো মাধ্যম আর কী হতে পারে?

প্রসঙ্গত বলে রাখি কোয়েল মল্লিকের ইন্সটাগ্রামে 22 লক্ষ ফলোয়ার, ট্যুইটারে 14 লক্ষ ফলোয়ার ও ফেসবুকে 13 লক্ষ ফলোয়ার আছে। তিনি মাঝেমাঝেই ছবি ও ভিডিও আপলোড করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তিনি 2018 সালে বালি ঘুরতে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে বিভিন্ন পশুপাখির সাথে দেখা গেছে। বিশেষত একটি বাঁদর তার কোলে পর্যন্ত উঠেছিল। কোয়েলের বয়স 40 এর কোঠায় পৌঁছালেও বোঝার এতটুকু জো নেই। স্বামী, সন্তান নিয়ে সুখের সংসার তাঁর। কিন্তু আপনারা কি জানেন কোয়েল মল্লিকের আসল নাম? কোয়েল মল্লিকের আসল নামটি বেশ সুন্দর। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে তাঁর নাম ছিল রুক্মিণী মল্লিক (Rukmini Mallick)।

Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Glezpht, , খুদে বাঁদরের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী কোয়েল মল্লিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও