এই ছোট্ট মেয়েটি পেল বিশ্বসুন্দরী শিশুর শিরোপা, জানুন তার আসল পরিচয়

পৃথিবীর যেকোনো ফুল যেমন সুন্দর, তেমনই পৃথিবীর যেকোনো শিশু (Child) সুন্দর। তবে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশুর শিরোপা জিতে নিলো অনাহিতা হাশেমজাদেহ (Anahita Hashemzade)। নামটি শুনে না থাকলেও, মেয়েটির ছবি দেখে সকলেই হয়তো চিনতে পারবেন। বাদামী চুল, সবুজ রঙের চোখ এবং সুন্দর দাঁতের অধিকারী এই শিশু কন্যার ছবি ভাইরাল হতে দেখা যায় স্যোশাল মিডিয়ায়। তবে এই শিশুটির সম্পর্কে হয়তো অবগত নন কেউই। এই শিশুটির নাম অনাহিতা হাশেমজাদেহ। রানের ইসফাহানের নামক শহরের বাসীন্দা এই শিশুটি। এই শিশুকন্যার বয়স এখন ৬ বছর।

View this post on Instagram

A post shared by Anahita hashemzade (@anahita__hashemzade)

২০১৮ সালে ইনস্টাগ্রামে (instagram) এই শিশুকন্যার ছবি প্রথম পোস্ট করা হয়। সৌন্দর্যের জন্যই এই ছোট্ট অনাহিতা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনাহিতার বাবা-মা ওর নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেয়। সেখানেই অনাহিতার বিভিন্ন ছবি দেখা যায়। এমনকি অনাহিতার মা জানিয়েছেন, অনাহিতার ইনস্টাগ্রাম (instagram) অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে রীতিমতো হিমশিম খেয়ে যান তিনি।

View this post on Instagram

A post shared by Anahita hashemzade (@anahita__hashemzade)

২০১৬ সালের ১০ জানুয়ারি ইরানের ইসফাহান শহরে জন্ম হয় অনাহিতার। অনাহিতার বাবা-মা অবাক অনাহিতার জনপ্রিয়তা দেখে। বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফটোগ্রাফাররা অনাহিতার ছবি তুলতে আসে। তার ইনস্টাগ্রামের ফলোয়ার্স সংখ্যা কিছু কিছু তারকাদেরও হার মানাবে। তবে কয়েক মাস আগে অনাহিতার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তখন তার ফলোয়ারসদের সংখ্যা ছিল ৭০,০০০ এর বেশি।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker